• বাংলাদেশ-আফগানিস্তান
  • " />

     

    বাংলাদেশ ব্যাটিং, দলে মোশাররফ

    বাংলাদেশ ব্যাটিং, দলে মোশাররফ    

    তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় আট বছর পর ওয়ানডে খেলতে নামছেন বাঁহাতি স্পিনার রুবেল হোসাইন। বাদ পড়েছেন তাইজুল ইসলাম। আর পেসার রুবেল হোসেন ছিলেন না স্কোয়াডেই। 

    আফগানিস্তানের সংগে এ ওয়ানডে জিতলে সেটি হবে ওয়ানডেতে বাংলাদেশের শততম জয়। 

    মিরপুরের আকাশ একটু মেঘলা, বৃষ্টি নামার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। 

    আফগানিস্তান আছে একটি পরিবর্তন। পেসার নাভিন-উল-হকের জায়গায় এসেছেন সামিউল্লাহ শিনওয়ারি। বাংলাদেশের শততম জয়ের বিপরীতে আফগানদের সামনে সুযোগ নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে 'বড় সাফল্য'-এর দেখা পাওয়া।

     

     

    বাংলাদেশ দল

    মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন , মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম।