• " />

     

    ৪৮ দলের বিশ্বকাপ!

    ৪৮ দলের বিশ্বকাপ!    

    খুব বেশিদিন হয়নি বিশ্বকাপ ৩২ দলের হয়েছে। ১৯৯৮ সালে ২৪ দল থেকে বেড়ে বিশ্বকাপ হয়েছিল ৩২ দলের মহাযজ্ঞ। সেটা যদি এবার আরও বেড়ে ৪৮ দলে দাঁড়ায়? লুইস ফিগো সেরকমই প্রস্তাব দিয়েছেন। ফিফা সভাপতি পদে দাঁড়ানোর জন্য কাল নিজের ম্যানিফেস্টো ঘোষণা করেছেন পর্তুগাল কিংবদন্তি। সেখানেই দিয়েছেন এই অভিনব প্রস্তাব ।

     

     

    ফিগো প্রস্তাব দিয়েছেন, আলাদা আলাদা দুইটি দেশে ২৪ দল করে আলাদা দুইটি টুর্নামেন্ট চালু করা। সেখান থেকে উত্তীর্ণ দেশগুলো নকআউট পর্বে খেলবে যে কোনো একটি দেশে। কিন্তু দেশের সংখ্যা বেড়ে গেলে তো টুর্নামেন্টের দৈর্ঘ্যও বেড়ে যাবে। ফিগো হিসেব কষে দেখিয়েছেন, সেটা তিন থেকে চারদিনের বেশি বাড়বে না। এরি মধ্যে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ডেভিড বেকহামেরও সমর্থন পেয়েছেন।

     

     

    একই সঙ্গে আরেকটি প্রস্তাব দিয়েছেন ফিগো। ফিফার কোষাগারে এই মুহূর্তে দেড় বিলিয়ন ডলারের মতো আছে। তাঁর প্রস্তাব, এর এক বিলিয়ন ডলার ফুটবলের উন্নয়নের জন্য ফিফার সদস্য দেশগুলোকে ভাগ করে দেওয়া হোক। ফিফার কাদা লেগে যাওয়া যাওয়া ভাবমূর্তিটাও নতুন করে উদ্ধার করতে চান। সেই সুযোগ কি পাবেন ? ফিফা।