• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    গাঙ্গুলির চেয়েও আক্রমণাত্মক কোহলি!

    গাঙ্গুলির চেয়েও আক্রমণাত্মক কোহলি!    

    তাঁর স্পর্শেই পাল্টে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের রূপরেখা। ঘরে,বাইরে দুই জায়গাতেই সমানভাবে সাফল্যের দেখা পাচ্ছিল দল। অতীতের যেকোনো অধিনায়কের চেয়ে প্রতিটা ক্ষেত্রেই অনেক বেশি আক্রমণাত্মক ছিলেন সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলি অবশ্য বলছেন, তাঁর চেয়েও অনেক বেশি আক্রমণাত্মক অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি।

     

    ক্যারিয়ারের শুরু থেকেই "আগ্রাসন" শব্দটা কোহলির নামের পাশে লেগে গিয়েছে। বিশেষ করে ফিল্ডিংয়ের সময়ে সেটা লক্ষ্য করা যেত সবচেয়ে বেশি। অধিনায়ক হওয়ার পরও সেটা ধরে রেখেছেন, সামান্য সুযোগের আভাস পেলেই চেপে ধরেন প্রতিপক্ষকে। তাঁর এই মনোভাবের কারণেই দল সাফল্যের দেখা পাচ্ছে বলেই মনে করছেন সৌরভ, “বিরাট আমার চেয়ে দুই গুণ বেশি আক্রমণাত্মক। প্রতিপক্ষকে সে একচুলও ছাড় দেয় না।”

     

    মাঠের দর্শকও কোহলিতে মজে থাকেন ম্যাচ চলার সময়ে। তাঁর নামের ব্যানার ফেস্টুনে ভোরে যায় পুরো স্টেডিয়াম। গাঙ্গুলি মনে করেন, অধিনায়ক কোহলির ধৈর্য মাঠে দর্শক টানতে সাহায্য করে, “মাঠে কোহলির ধৈর্য দর্শককে দারুণভাবে আকর্ষণ করে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও সে দারুণ করছে।”