• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    হেডে বল পাস দেওয়ায় হলুদ কার্ড!

    হেডে বল পাস দেওয়ায় হলুদ কার্ড!    

    কত কারণেই তো কার্ড দেখেন ফুটবলাররা। তবে পিএসজির মার্কো ভেরাত্তির কার্ড দেখাটা একটু অদ্ভুতই বলতে হয়। ডি-বক্সের ভেতরে উপুড় হয়ে হেড করে গোলকিপারের কাছে বল পাস দেওয়ায় তাঁকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি!

     

    পিএসজি-নতেঁ ম্যাচের ৩০ মিনিটের মাথায় হুট করেই হাঁটু গেঁড়ে বসে পড়েন ভেরাত্তি। কিছু বুঝে ওঠার আগেই হেড করে গোলকিপার কেভিন ট্র্যাপের দিকে বল এগিয়ে দেন, কেভিনও সেটা সরাসরি ধরে ফেলেন। রেফারি জোহান হ্যানেল সাথে সাথেই তাঁকে হলুদ কার্ড দেখান, প্রতিপক্ষকে ফ্রি-কিক নেওয়ার সুযোগও দেন।

     

     

    কিন্তু ভেরাত্তি কী কারণে কার্ড দেখানো হলো? রেফারি বলেছেন, ভেরাত্তি এখানে অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন। এজন্যই তাঁকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়েছে।

     

     অদ্ভুতভাবে কার্ড দেখানোর ব্যাপারে রেফারি হ্যানেল জানিয়েছেন, তিনি শুধু নিজের দায়িত্বটাই পালন করছিলেন, “তিনি এভাবে বল পাস করতে পারেন না। এজন্যই তাঁকে কার্ড দেখানো হয়েছে। এরকম আচরণের জন্য তাঁর শাস্তিও হওয়া উচিত। আমি জানি এরকম কার্ড দেখানোর ঘটনা সচরাচর ঘটে না, কিন্তু এটা আমার দায়িত্ব ছিল। আমি মাঠে নেমেছি খেলার নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্যই।”