• বাংলাদেশ ক্রিকেট লিগ
  • " />

     

    রানের পাহাড়ে উঠেও রেকর্ড 'গড়লো না' সাউথ জোন

    রানের পাহাড়ে উঠেও রেকর্ড 'গড়লো না' সাউথ জোন    

    রানের পাহাড়ে উঠতে উঠতে নিজেরাই ‘থমকে’ দাঁড়ালো প্রাইম ব্যাংক সাউথ জোন। ৮ উইকেটে ৭৪৯ রান করে ওয়ালটন সেন্ট্রাল জোনের সঙ্গে প্রথম ইনিংস ঘোষণা করেছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক। হয় রাজ্জাক রেকর্ডের কথাটা জানতেন না, অথবা মাথায় ছিল না তা। বাংলাদেশের সর্বোচ্চ প্রথম শ্রেণির রানের রেকর্ডটি ঢাকা বিভাগের, ২০১৩/১৪ মৌসুমে রাজশাহীর সঙ্গে এই বিকেএসপিতেই ৭৫৬ রানের সে রেকর্ড গড়েছিল মোহাম্মদ শরীফের ঢাকা।

     

    তুষার ইমরানের পর ইনিংসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফিস। ২৯৮ বলে ১৮ চার ও ৫ ছয়ে ২০৭ রান করে অপরাজিত ছিলেন নাফিস। বাঁহাতি ব্যাটসম্যানের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি, প্রথমটি(২১৯) করেছিলেন বরিশাল বিভাগের হয়ে, ২০১৪/১৫ মৌসুমে খুলনার সঙ্গে।

     

    বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের অন্য ম্যাচে বোলিং তোপ চলছেই। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১৮১ রানে এগিয়ে আছে নর্থ জোন।