• লা লিগা
  • " />

     

    ২৮ ম্যাচে পেনাল্টি-লাল কার্ড নেই বার্সার

    ২৮ ম্যাচে পেনাল্টি-লাল কার্ড নেই বার্সার    

    মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। ঘরের মাঠে এই জয়ের পাশাপাশি কাতালানরা নাম লিখিয়েছে রেকর্ডবুকেও। লা লিগায় এবারের মৌসুমের প্রথম ২৮ ম্যাচে কোনো পেনাল্টি হজম না করে এবং লাল কার্ড না দেখে নিজেদেরই ৪৬ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করেছে এনরিকের দল।

     

    শেষবার ২০১৫ সালের অক্টোবরে এইবারের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন হাভিয়ের মাসচেরানো। অন্যদিকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সেল্টা ভিগোর সাথে ম্যাচে পেনাল্টি হজম করতে হয়েছিল পিকেদের।  এবারের মৌসুমের শুরু থেকেই বার্সা ডিফেন্স এরকমটা ঘটতেই দেয়নি। তবে রক্ষণের ওপর সেটা খুব বেশি প্রভাব ফেলেছে বলা মুশফিক। গত মৌসুমে বার্সা হজম করেছিল ২৯টি গোল, যেখানে এই মৌসুমে ২৭ ম্যাচেই হজম করেছে ২৩টি গোল। 

     

     

    ১৯৭০-৭১ মৌসুমে ঠিক এরকমই অবস্থা ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম ২৮ ম্যাচে কোনো পেনাল্টি ও লাল কার্ড হজম করতে হয়নি দুই দলকেই। সামনের ম্যাচে পেনাল্টি ও লাল কার্ড এড়াতে পারলেই নতুন রেকর্ড গড়বে বার্সেলোনা।