• ভারত-অস্ট্রেলিয়া সিরিজ
  • " />

     

    'এটা আমাদের সেরা সিরিজ জয়'

    'এটা আমাদের সেরা সিরিজ জয়'    

    সিরিজ শুরু আগে সবাই ভারতকেই এগিয়ে রেখেছিল। হরভজন সিং বলেছিলেন, ভালো খেললেও ৩-০ ব্যবধানে হারবে অস্ট্রেলিয়া। সৌরভ গাঙ্গুলি তো একধাপ এগিয়ে, তাঁর হিসেবে অজিদের ধবলধোলাই হওয়াটা খুবই ‘স্বাভাবিক’ ব্যাপার মনে হচ্ছিল!  তবে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক জয়ে সবার মুখ বন্ধ করেছিল স্মিথের দল। শেষ পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। ধর্মশালা টেস্ট জয়ের পর প্রথম তিন টেস্টে দলের অধিনায়ক থাকা বিরাট কোহলি বলেছেন, এটাই তাঁদের সেরা সিরিজ জয়।

     

    ঘরের মাটিতে বরাবরই দুর্দান্ত ভারত। গত কয়েক সিরিজে প্রতিপক্ষ তাঁদের সামনে দাঁড়াতেই পারেনি। কোহলির মতে, এই সিরিজটাই সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল, “ দারুণ একটা জয় পেলাম। এটাই আমাদের সেরা সিরিজ জয়। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা কঠিন ছিল, কিন্তু অস্ট্রেলিয়া দারুণ লড়াই করেছে। দলের সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমরা একটা ‘দল’ হিসেবেই খেলেছি, যেখানে সবাই নিজেদের কাজটা ভালোভাবে করেছে।”

     

     

    কাঁধের ইনজুরির কারণে শেষ টেস্টে খেলতে পারেননি। অজিংকা রাহানের নেতৃত্বেই ধর্মশালা টেস্টে জয় পেয়েছে দল। রাহানের অধিনায়কত্বে মুগ্ধ কোহলি, “রাহানে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে। এই মৌসুমে আমরা প্রতিপক্ষকে একবিন্দুও ছাড় দেইনি। এই টেস্টেও এটা অব্যাহত রেখেছে সবাই।”

     

    এই জয়ে অধিনায়ক হিসেবে টানা ৯ সিরিজ জিতলেন কোহলি, যা ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি। তাঁর সামনে আছেন শুধু অস্ট্রেলিয়ার রিকি পন্টিং(১২ সিরিজ জয়)।