• লা লিগা
  • " />

     

    'মেসিই দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে'

    'মেসিই দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে'    

    অন্তিম মুহূর্তে জয়সূচক গোল করে বার্নাব্যুর দর্শককে স্তব্ধ করলেন। জার্সি খুলে ফটোগ্রাফারদের উপহার দিলেন আরেকটি ‘স্মরণীয়  পোজ’। ওদিকে বার্সেলোনা ডাগআউটে তখন বাধভাঙ্গা আনন্দ। ম্যাচ জয়ের আনন্দে আত্মহারা বার্সা কোচ লুইস এনরিকে বললেন, মেসিই সেরা!

    জোড়া গোল করে ছুঁয়েছেন ক্যারিয়ারের ৫০০ তম গোল। পুরো ম্যাচেই ছিল তাঁর দুর্দান্ত উপস্থিতি। এনরিকে বলছেন, এই মেসি সবার চেয়ে আলাদা, “সে ইতিহাসের সেরা ফুটবলার। দুই দলের মাঝে মেসিই পার্থক্য গড়েছে। সে আমাদের দলে খেলে, এটা বার্সার জন্য গর্বের ব্যাপার!”

     

     

    এই জয়ে মাদ্রিদের সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা। এনরিকে অবশ্য মনে করেন, মৌসুমের এখনো অনেকটা বাকি, “এই মৌসুমটা অনেক দীর্ঘ মনে হচ্ছে! কতকিছু হয়ে গেলো, কিছু ভালো কিছু খারাপ। দলের পারফরম্যান্সে আমি দারুন খুশি। আমরা পয়েন্ট তালিকার শীর্ষে আছি বটে, কিন্তু মাদ্রিদের হাতে এখনো একটি ম্যাচ আছে। শিরোপার লড়াইটা একদম শেষ মুহূর্ত পর্যন্ত চলবে।”