• লা লিগা
  • " />

     

    রামোসের লাল কার্ড মানতে পারছে না মাদ্রিদও

    রামোসের লাল কার্ড মানতে পারছে না মাদ্রিদও    

    তাঁর লাল কার্ডেই সেদিন ম্যাচের মোড় অনেকটা ঘুরে গেছে। মেসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখায় রেফারির সাথে খানিকটা তর্কও করেছিলেন রামোস। রামোসের মতো এটাকে মেনে নিতে পারছে না মাদ্রিদও। এবার এই লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে ক্লাবটি।

    এল ক্লাসিকোর ৭৭ মিনিটে মেসিকে ফাউল করলে রামোসকে লাল কার্ড দেখান রেফারি হোসে হার্নানদেজ। সেটাকে কিছুতেই মানতে পারছিলেন না মাদ্রিদ অধিনায়ক। ম্যাচের পর জানিয়েছেন, ওই ফাউলের জন্য লাল কার্ড তাঁর প্রাপ্য ছিল না, “মেসিই লাফ দিয়েছে। আমি তাঁকে স্পর্শই করিনি! আর প্রতিপক্ষের কাউকে আঘাত করার কথা তো চিন্তাই করতে পারি না।” রামোসের মতো মাদ্রিদও এরকমটাই মনে করছে। এই কারণেই রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুতই আবেদন করা হবে যেন পরের ম্যাচেই মাঠে নামতে পারেন রামোস।

     

    এদিকে লাল কার্ড দেখার পর পেছন ফিরে ইঙ্গিত করেছিলেন রামোস। পরে অবশ্য বলেছেন, সেটা পিকের দিকেই ছিল; রেফারিকে কিছু বলেননি। তবে নেইমারের মতো যেন নিষেধাজ্ঞা না নেমে আসে সেই ব্যাপারটা নিয়েও ভাবছে মাদ্রিদ। যদিও রেফারি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো অভিযোগ করেননি।