• লা লিগা
  • " />

     

    'রোনালদো মাদ্রিদের জন্য 'অপরিহার্য' না'

    'রোনালদো মাদ্রিদের জন্য 'অপরিহার্য' না'    

    কর ফাঁকির অভিযোগ আনার পরপরই তাঁর মাদ্রিদ ছাড়ার গুঞ্জন উঠেছে। রোনালদোর নতুন ঠিকানা কোথায় হচ্ছে, এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা কল্পনার শেষ নেই। সাবেক মাদ্রিদ ফুটবলার লুইস ফিগো বলছেন, কোনো ফুটবলারই মাদ্রিদের জন্য ‘অপরিহার্য’ নন।

    গত মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রোনালদোর মাদ্রিদ। তাঁর ক্লাব ছাড়ার এমন গুঞ্জনে তাই খানিকটা বিচলিত অনেকেই। খোদ মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ বলছেন, রোনালদোকে বিক্রি করার কোনো ইচ্ছা নেই তাঁদের। ফিগো জানালেন, মাদ্রিদ শুধুমাত্র রোনালদোর ওপরে নির্ভর করতে পারে না, “কেউই অপরিহার্য নয়। এটা শুধু রোনালদোর ক্ষেত্রে প্রযোজ্য না। ক্লাব কখনো একজনের ওপর নির্ভর করতে পারে না। সবার ওপরে ক্লাব, সে ফুটবলার অথবা প্রেসিডেন্ট যেই হোক না কেনো!”

    রোনালদোর মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই মনে করেন ফিগো, “ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তাঁর একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি সে সত্যিই এটা করতে চায় তাহলে হয়তো শেষ পর্যন্ত কিছু একটা ঘটবে। কিন্তু এটার জন্য অনেক কিছুই হতে হবে। আমার মনে হয় না শেষে গিয়ে এমন কিছু হবে।”