• লা লিগা
  • " />

     

    'দিবালা এখনো নেইমারের চেয়ে অনেক পিছিয়ে'

    'দিবালা এখনো নেইমারের চেয়ে অনেক পিছিয়ে'    

    যখন তাঁর দলবদল নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই শোনা গেছে, নেইমারের বিকল্প হিসাবে দিবালাকে ভাবছেন বার্সেলোনা। তবে দিবালার জুভেন্টাস সতীর্থ কিয়েলিনি বলছেন, দিবালা এখনো নেইমারের সমকক্ষ হয়ে ওঠেননি।

    জুভেন্টাসের হয়ে আগের মৌসুমে দারুণ খেলেছেন। অনেকেই মনে করছেন, নেইমার যদি সত্যি চলেই যান, তাহলে তাঁর জায়গায় দিবালাকেই মানাবে। কিয়েলিনি অবশ্য বলছেন, নেইমারের স্থলাভিষিক্ত হওয়ার মতো ফুটবলার এখনো হয়ে ওঠেননি দিবালা, “দিবালার প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি, সে এখনই নেইমারে স্থলাভিষিক্ত হওয়ার মতো অবস্থায় যায়নি। নেইমার এখন মেসি, রোনালদোদের পর্যায়ে পৌঁছে গেছে। সে ব্যালন ডি অরের ভবিষ্যৎ দাবিদার। নেইমারের কাছাকাছি যেতে এখনো দিবালার অনেক সময় লাগবে। তাঁর প্রতিভা আছে, শুধু সময় প্রয়োজন।”

    ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারের দলবদলের গুজবে অবাক হয়েছেন সবাই।  কিয়েলিনি মনে করেন, নেইমার এই বিশাল অংকে ট্রান্সফার ফি পাওয়ার যোগ্য, “২২২ মিলিয়ন অনেকের কাছেই অনেক বেশি মনে হতে পারে, আমিও এরকমই ভাবি। কিন্তু যে ফুটবলার ম্যাচ এবং মৌসুমের ফলাফল একাই বদলে দিতে পারেন, সে এরকম অর্থ পাওয়ার যোগ্য”