• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'আমাকে প্রায় রিয়ালের পায়ে ধরতে হয়েছিল'

    'আমাকে প্রায় রিয়ালের পায়ে ধরতে হয়েছিল'    

    চার বছর অপেক্ষার পর রিয়াল মাদ্রিদকে লা লিগা উপহার দিয়েছিলেন। শিরোপা জেতার পর চার বছরের নতুন চুক্তিও করেছিলেন। কিন্তু ঠিক পরের মৌসুম শেষেই অনেকটা অপ্রত্যাশিতভাবে রিয়ালকে বিদায় বলেন হোসে মরিনহো। এত বছর পর মরিনহো বলছেন, সেবার নাকি রিয়াল ছাড়ার জন্য রীতিমত কর্তৃপক্ষের পায়ে ধরেছিলেন!

    ২০১২-১৩ মৌসুমকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে বাজে’ মৌসুম হিসাবে বলেছিলেন। চুক্তি শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়ায় অনেক সমালোচনাও শুনতে হয়েছিল। মরিনহো জানান, মাদ্রিদ তাঁকে ছাড়তেই চায়নি, “সত্যি বলতে, মাদ্রিদ আমাকে ছাড়তে চায়নি। ক্লাবের প্রেসিডেন্ট, বোর্ড কর্মকর্তা কেউই এটা চাননি। আগের কয়েক বছরে ক্লাবের পেছনে আমরা সবাই যে পরিশ্রম দিয়েছি, সেটার জন্যই হয়তো এমনটা হয়েছে। কঠিন পরিস্থিতি আমরা আগেই পার করে এসেছিলাম।”

    সবার অনুরোধের পরেও অনেকটা জোর করেই মাদ্রিদ ছেড়েছিলেন মরিনহো, “আমি অনেকটা জোর করেই মাদ্রিদ ছেড়েছি। আমার তো রীতিমতো তাঁদের হাতে-পায়ে ধরতে হয়েছিল এটার জন্য! ইউনাইটেডে এরকমটা হবে না। কারণ আমি ইউনাইটেড ছেড়ে অন্য কোথাও যেতে চাই না।”

    এবারের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ইউনাইটেড। মরিনহো বলছেন, অন্য বড় ক্লাবের ধারাবাহিক উন্নতির সাথে তাঁদেরও তাল মিলিয়ে এগোতে হবে, “প্রতিনিয়তই দলগুলো উন্নতি করছে। মাদ্রিদে গিয়েও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। বার্সেলোনা ক্রমেই এগিয়ে যাচ্ছিল আমাদের চেয়ে। ইউনাইটেডকেও এটা বুঝতে হবে। অন্যদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারলে সাফল্য আসা কঠিন।”