• চ্যাম্পিয়নস ট্রফি
  • " />

     

    'এখন নিশ্চয় ওর ধারণা বদলে গেছে'

    'এখন নিশ্চয় ওর ধারণা বদলে গেছে'    

    গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাঁর দারুন এক বলে ফিরতে হয়েছিল। ম্যাচ শেষে ভারতের ওপেনার রোহিত শর্মা বলেছিলেন, পাকিস্তানের মোহাম্মদ আমির খুবই ‘সাধারণ মানের’ বোলার। আমির সেবার জবাবে কিছুই বলেননি। এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আবারো রোহিতকে ফিরিয়েছেন। আমির বলছেন, এখন হয়তো তাঁকে নিয়ে রোহিতের চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে।

    ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের পর রোহিত বলেছিলেন, আমিরকে নিয়ে মাতামাতির কিছুই নেই, “তাঁকে নিয়ে এত মাতামাতির কিছুই দেখি না। সে পাকিস্তানের একমাত্র বোলার নয়, তাঁদের আরও পাঁচজন বোলার আছে যারা দলের হয়ে ভালো পারফর্ম করছে। আমিরকে নিয়ে মাতামাতির শেষ নেই! তাঁকে তো এখনই ওয়াসিম আকরামের সাথে তুলনা করে হচ্ছে! সে সাধারণ একজন বোলার, যেদিন সে ভালো বল করে সেদিন সে ভালো। ব্যাপারটা এরকম নয় যে সে সবসময়ই বিধ্বংসী!”

    রোহিতের ওই মন্তব্যের পাল্টা জবাব এবার দিলেন আমির, “আগে তো সে আমাকে নিয়ে অনেক কথাই বলেছিল। এবারের চ্যাম্পিয়নস ট্রফির পর হয়তো তাঁর মনোভাব বদলেছে আমার ব্যাপার। তবে একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমি কখনোই তাঁকে ‘সাধারণ ব্যাটসম্যান’ বলব না। শুধু তাই না, তাঁকে আমি অসাধারণ ব্যাটসম্যানই বলব, ভারতের হয়ে তাঁর রেকর্ড দুর্দান্ত। আমি তাঁকে অনেক সম্মান করি।”

     

     

    আমির মানছেন, কারো ব্যক্তিগত মন্তব্য নিয়ে খুব একটা মাথা ঘামান না, “অন্য ক্রিকেটারদের নিয়ে তাঁর মন্তব্য একেবারেই তাঁর নিজস্ব ব্যাপার। আমাকে নিয়ে কে কী বলল সেটা নিয়ে একেবারেই মাথা ঘামাই না। সবারই নিজের মতামত দেওয়ার হোক আছে। সাধারণ কিংবা অসাধারণ বলা, এটা যার যার ব্যাপার। আমি শুধু নিজের খেলা নিয়েই ভাবি। মানুষের কথা নিয়ে ভাবলে উল্টো চাপে পড়তে হবে, এটা আমি চাই না। এজন্যই এসব এড়িয়ে চলার চেষ্টা করি।”