• স্প্যানিশ সুপার কাপ
  • " />

     

    রোনালদোর লাল কার্ড বাড়াবাড়ি বললেন জিদান

    রোনালদোর লাল কার্ড বাড়াবাড়ি বললেন জিদান    

    এমনিতে সংবাদ সম্মেলনে তিনি বেশ স্বল্পভাষী, বিতর্কিত বিষয়েও এখন পর্যন্ত সেভাবে মুখ খোলেন না। তবে কাল স্প্যানিশ সুপার কাপে ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ডের পর মুখ বন্ধ রাখতে পারলেন না জিনেদিন জিদানও। খুব বিস্ফোরক কিছু বলেননি, তবে 'লাল কার্ডটা বাড়াবাড়ি হয়ে গেছে'- এটাই জিজুর জন্য তো অনেক! 

     


    বদলি হিসেবে নেমে ২৪ মিনিটেই রোনালদো দেখেছেন মুদ্রার দুপিঠ। প্রথমে গোল করে জার্সি খুলে উদযাপন করেছেন ন্যু ক্যাম্পে। প্রথম হলুদ কার্ডটা দেখেছেন তখনই। সবচেয়ে বিতর্কিত মুহূর্তটা এসেছে এরপর। আসেন্সিওর পাস ধরে বক্সে ঢুকতে গিয়ে পড়ে যান রোনালদো। কিন্তু রেফারি উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে বার করে দেন মাঠ থেকে। পরে রোনালদো রেফারিকে হালকা ধাক্কাও দিয়েছেন, সেটার জন্য বাড়তি শাস্তিও আসতে পারে। তবে জিদান নিশ্চিত করেছেন, লাল কার্ডের বিরুদ্ধে আবেদন করবেন তারা। 


    'আমি রেফারির ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, রোনালদোর লাল কার্ডটা নিয়েই আমি আসলে বিরক্ত। ওটা হয়তো পেনাল্টি ছিল না, কিন্তু দ্বিতীয় হলুদ কার্ডটা বাড়াবাড়ি হয়ে গেছে। এটা তো আর এখন বদলানো যাবে না, আমরা চেষ্টা করব বুধবার (দ্বিতীয় লেগে)' যেন তাকে পাই।'


    আসেন্সিও আরেকবার নেমেই প্রমাণ করেছেন, কেন তাঁকে ভবিষ্যতের তারা বলা হচ্ছে। জিদান তাঁকেও ভাসালেন প্রশংসায়, 'আসেন্সিওর এমন কিছুতে আমি কিন্তু একদমই বিস্মিত নই। সে খুবই ভালো করছে, প্রতিপক্ষের রক্ষন ভাঙছে। সে দ্রুত, সে শুট করতে জানে। ১৫ মিনিটেই সে অনেকটা ব্যবধান গড়ে দিয়েছে। কোভাচিচ ও ইস্কোও ভালো খেলেছে। তবে আমি আবারও বলেছি, ব্যক্তিগত কারও জন্য নয়, দল হিসেবে খেলেই আমরা জিতেছি। ১০ জন নিয়ে আমরা লড়াই করে গেছি, আমি আমার ছেলেদের নিয়ে গর্বিত।'

    ৩-১ গোলে বার্সাকে হারানোর পরও মনে করিয়ে দিয়েছেন, এখনও শিরোপাটা জিতে যায়নি রিয়াল, 'এখনো অনেক কিছুই বাকি আছে। আজ আমরা উদযাপন করব, কিন্তু কাল থেকে পরের লেগের জন্য প্রস্তুতি শুরু করব। সেটাই থাকবে আমাদের মাথায়।'