• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    পিএসজিতে এমবাপ্পে

    পিএসজিতে এমবাপ্পে    

    পিএসজিতে এমবাপ্পে

    দলবদলের শেষদিনে কিলিয়ান এমবাপ্পেকে মোনাকো থেকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই। গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন চলছিল এই চুক্তির ব্যাপারে। শেষ  বছর পর্যন্ত চুক্তিটা হল ধারে। আপাতত এক বছরের জন্য ধারে ফ্রান্সের আরেক ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দিলেন  ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার।


    নেইমারকে কিনতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করায় এফএফপি চুক্তির বাধ্যবাধকতার কারণেই ধারে এমবাপ্পের সাথে চুক্তি করতে হয়েছে পিএসজিকে। ধারণা করা হচ্ছে তাকে দলে ভেড়াতে প্যারিসের ক্লাবটির খরচ হবে ১৮০ মিলিয়ন ইউরো। অর্থাৎ এমবাপ্পেই নেইমারের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় হতে যাচ্ছে। এই চুক্তি হওয়ার কথা রয়েছে আগামী গ্রীষ্মের দলদবলে। ততোদিন পর্যন্ত পিএসজিতেই ধারেই খেলবেন এমবাপ্পে।

    সিটির বনি সোয়ানসিতে

    ম্যানচেস্টার সিটি থেকে সোয়ানসি সিটিতে যোগ দিয়েছেন স্ট্রাইকার উইলফ্রেড বনি।

    লরেন্তে, অরিয়ের- টটেনহামে

    স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তের সাথে ২ বছরের চুক্তি করেছে টটেনহাম। এর আগেই সার্জে অরিয়েরকে পিএসজি থেকে নিজেদের করে নিয়েছে তারা। 



    চেলসিতে ড্রিংকওয়াটার

    লেস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিংকওয়াটারের সাথে চুক্তি করেছে চেলসি। ইংলিশ মিডফিল্ডারকে কিনতে প্রায় ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে কন্তের দলকে। শেষদিনে অবশ্য আরও একজন খেলোয়াড়কে ভিড়িয়েছেন আন্তোনিও কন্তে। তরিনো থেকে ২৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফুলব্যাক ডাভিডে জাপাকস্তা যোগ দিয়েছেন চেলসিতে।