ফ্রি কিকটা নিজেই নিতে চেয়েছিলেন আলভেজ
লিঁওর বিপক্ষে পেনাল্টি নিয়ে নেইমার-কাভানির ‘দ্বন্দ্বের’ কিছুক্ষণ আগেই ঘটেছিল এটা। কাভানি ফ্রি কিক নিতে চাইলেও দানি আলভেজ বলটা নেইমারকেই দিয়েছেন। এবার আলভেজ জানালেন, ওই ফ্রি কিকটা নাকি তিনি নিজেই নিতে চেয়েছিলেন!
ফ্রি কিকটা কে নেবেন, এটা নিয়ে নেইমার-কাভানি-আলভেজের মাঝে কয়েকবার কথা হয়েছিল। আলভেজের হাত থেকে বল নেওয়ার চেষ্টা করতেও দেখা গেছে কাভানিকে। তাকে বল না দিয়ে নেইমারকেই কিক নিতে দিয়েছেন আলভেজ। তবে কিকটা নাকি প্রথমে নিজেই নিতে চেয়েছিলেন, “আমিই কিকটা নিতাম। বল এজন্যই হাতে নিয়েছিলাম। আমি আগেও এরকম পজিশন থেকে গোল করেছি। এইটুক আত্মবিশ্বাস ছিল যে তখনও পারব।”
তবে ওই মুহূর্তে নেইমারকে কিক নিতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল বলে মানছেন আলভেজ, “আমার কিক নিতে চাওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দলের জয়টাই আমার কাছে সবার আছে। ব্যক্তিগত কোনো চাওয়ার পাওয়ার ঊর্ধ্বে এটা।”
দলের প্রয়োজনে দায়িত্বভার নিজের কাঁধেই নিতে চান আলভেজ, “ম্যাচে চলার সময় যখন মনে হয় সব ঠিকভাবে এগোচ্ছে না, যখন দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হয়। ফ্রি কিকের ব্যাপারটায় আমি এটাই করতে চেয়েছিলাম। তবে নেইমার শেষ পর্যন্ত কিক নিয়েছে।”