• লা লিগা
  • " />

     

    এক মাসের জন্য মাঠের বাইরে মার্সেলো

    এক মাসের জন্য মাঠের বাইরে মার্সেলো    

     

    প্রথম ৫ ম্যাচ শেষেই বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৭। একের পর এক পয়েন্ট খুইয়ে রিয়ালের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। এবার আরও একটি দুঃসংবাদ শুনতে হলো তাদের। ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম ভরসা মার্সেলোকে।

     

    বেটিসের বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় মার্সেলোকে। গতকাল মেডিকেল পরীক্ষার পর মাদ্রিদের ডাক্তার হোসে গঞ্জালেজ জানান, বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর আঘাত পেয়েছেন এই ব্রাজিলিয়ান। পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে এক মাস সময় লাগবে তাঁর।

     

    ইনজুরির কারণে লা লিগায় আলাভেস, এস্পানিওল ও গেটাফের বিপক্ষে খেলতে পারবেন না মার্সেলো। চ্যাম্পিয়নস লিগের বরুসিয়া ডর্টমুন্ড ও টটেনহামের বিপক্ষে ম্যাচেও মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও থাকবেন না। 

     

    এদিকে আজ আলাভেসের বিপক্ষে ম্যাচে মার্সেলো ছাড়াও ইনজুরির কারণে আরেক লেফট ব্যাক থিও হার্নানদেজকেও পাচ্ছেন না জিদান। ইনজুরির কারণে থাকছেন না করিম বেনজেমা, টনি ক্রুজ, মাতেও কোভাচিচও।