• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বরখাস্ত হলেন আনচেলত্তি

    বরখাস্ত হলেন আনচেলত্তি    

    বায়ার্ন মিউনিখের ম্যানেজারের পদ থেকে বরখাস্ত হয়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল প্যারিস সেন্ট জার্মেইর কাছে চ্যাম্পিয়নস লিগে ৩-০ ব্যবধানে হারের পরই পাওয়া গিয়েছিল ইঙ্গিত। আজ সকালে জার্মান পত্রিকা বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমেনিগে জানিয়েছিলেন পিএসজির কাছে হারের মাশুল দিতে হবে। পরে বায়ার্ন মিউনিখই নিশ্চিত করেছে আনচেলত্তির ছাঁটাইয়ের খবর। 




    গত ২১ বছরের মধ্যে চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বে সবচেয়ে বড় ব্যবধানে হার। সাথে বুন্দেসলিগায় শুরুটাও ভালো হয়নি বায়ার্নের। ৬ ম্যাচে এক হার, এক ড্র নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে আছে তারা। আনচেলত্তির সাথে খেলোয়াড়দের মনোমালিন্যের খবরও ছড়িয়েছে গত কয়েকদিনে। গতকাল পিএসজির বিপক্ষে ম্যাচ শেষে আরিয়েন রোবেনকে জিজ্ঞেস করা হয়েছিল আনচেলত্তির ব্যাপারে। প্রশ্ন ছিল খেলোয়াড়রা ইতালিয়ান ম্যানেজারের সাথে আছেন কি না। সেই প্রশ্নের জবাব দিতে চাননি রোবেন। এরপর থেকেই আসলে আনচেলত্তির বরাখাস্ত হওয়ার গুঞ্জন ভাসতে থাকে। 

    আনচেলত্তির জায়গায় ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন উইলি সানিয়ল। বর্তমানে বায়ার্ন কোচের ভূমিকা পালন করা সানিয়লের সাথে শোনা যাচ্ছে সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ম্যানেজার থমাস টুখেলের নামও।