• লা লিগা
  • " />

     

    বার্নাব্যুতে স্পেনের পতাকা উড়িয়ে রিয়াল সমর্থকদের 'প্রতিবাদ'

    বার্নাব্যুতে স্পেনের পতাকা উড়িয়ে রিয়াল সমর্থকদের 'প্রতিবাদ'    

    কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের প্রভাবটা বেশ ভালমতোই পড়েছে দেশটির ফুটবলে। কাতালান ক্লাব বার্সার ফুটবলার, সমর্থকরা স্বাধীন রাজ্যের পক্ষে সরাসরিই মুখ খেলছেন। এসবের মাঝেই গতকাল বার্নাব্যুতে রিয়াল- এস্পানিওলের ম্যাচে স্পেনের পতাকা উড়িয়ে স্পেনের পক্ষেই স্লোগান দিয়েছে মাদ্রিদ সমর্থকরা।

     

    গতকাল নিরাপত্তার কারণে ফাঁকা স্টেডিয়ামে খেলেছে বার্সাকাতালানদের স্বাধীনতার ব্যাপারে ম্যাচে পর মুখ খুলেছেন বার্সা ডিফেন্ডার পিকেও। মাদ্রিদ যে কাতালানদের পক্ষে নয়, সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই হয়ত অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছেন রিয়াল ভক্তরা। ম্যাচের আগে ভক্তদের হাতে একটি কার্ড বিতরণ করতে দেখা গেছে। তাদের বলা হয়েছিল, ম্যাচের ঠিক ১২ মিনিটে সেটা উঁচিয়ে ধরতে।

     

     

    যে কথা সেই কাজ। ম্যাচের তখন ঠিক ১২তম মিনিট। স্টেডিয়ামের বেশ কয়েকটি অংশের ভক্তরা দাঁড়িয়ে নিজেদের কার্ড উঁচিয়ে ধরেন। একই সাথে তুলে ধরেন স্পেনের পতাকাও। “আমরাই দ্বাদশ খেলোয়াড়, আমরা সবাই স্পেন”, এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে বার্নাব্যু।

     

    ম্যাচ শুরুর আগেও মাদ্রিদ ভক্তরা গেয়েছেন স্পেনের জাতীয় সঙ্গীত। এরই মাঝে সম্পন্ন হয়েছে কাতালুনিয়ার গণভোট। শেষ পর্যন্ত যদি কাতালুনিয়া রাজ্য স্বাধীন হয়েই যায়, তাহলে বার্সার ভবিষ্যৎ কী হবে সেটা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।