• লা লিগা
  • " />

     

    রিয়াল ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা নেই জিদানের

    রিয়াল ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা নেই জিদানের    

     

    রিয়ালের দায়িত্ব নেওয়ার পর মাত্র দেড় বছরেই পেয়েছেন অভাবনীয় সাফল্য। জিনেদিন জিদানের অধীনে গত মৌসুমে মাদ্রিদ ছিল অপ্রতিরোধ্য। আজ মাদ্রিদের কোচ হিসেবে নিজের শততম ম্যাচে দায়িত্ব পালন করতে নামবেন জিদান। গেটাফের বিপক্ষে ম্যাচের আগে জিদান বলছেন, তিনি শুধুই মাদ্রিদের। বার্সা কোচের প্রসঙ্গটাও এড়িয়ে গেছেন। 

    জিদান বলছেন, খেলোয়াড় থাকার সময় থেকেই মাদ্রিদের প্রতি তাঁর ‘বিশেষ ভালোবাসা’ ছিল, “আমার হৃদয়ে মাদ্রিদ অন্যরকম একটা জায়গা দখল করে আছে। এটা রিয়ালে খেলার সময় থেকেই। আমাকে বলা হয়েছিল রিয়ালের পর বার্সা কিংবা অন্য ক্লাবে খেলতে চাই কিনা। আমি আর কোথাও খেলিনি। এখন দলের কোচ আমি। এটা নিয়েই আমার সব চিন্তা ভাবনা।”

    কোচ হিসেবে জিতেছেন টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ। জিদানের কাছে অবশ্য লা লিগা জেতার মুহূর্তটাই সবচেয়ে স্মরণীয়, “লা লিগা জেতার মুহূর্তটাই সবচেয়ে স্মরণীয় হয়ে আছে। এটা জেতার জন্য আপনাকে অনেক বেশি ধারাবাহিক হতে হবে। আমরা যেভাবে লিগ জিতেছি সেটা এক কথায় দুর্দান্ত অনুভূতি।”

    রিয়ালের চেয়ে এরই মাঝে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে মেসির দল। জিদান অবশ্য বার্সার ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা ভাবছেন না, "ওই ম্যাচে কী হলো সেটা নিয়ে ভাবার সুযোগ নেই। নিজেদের ম্যাচ নিয়েই ভাবতে হবে। নিজেদের ফলাফল ইতিবাচক হলে লিগে টিকে থাকবো। এটাই এখন সবার লক্ষ্য। অন্যদের কী ফলাফল সেটা ভাবার বিষয় নয়।"