• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুলের দর্শক নিয়ে 'দুশ্চিন্তায়' নেই মরিনহো

    লিভারপুলের দর্শক নিয়ে 'দুশ্চিন্তায়' নেই মরিনহো    

     

    দুদিন আগেই সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ফিল নেভিল বলেছিলেন, অ্যানফিল্ডে হোসে মরিনহোর ইউনাইটেডের সামনে ‘কঠিন’ পরীক্ষা অপেক্ষা করছে। ইঙ্গিতটা শুধু মাঠের লড়াই নয়, লিভারপুলের দর্শকের দিকেও ছিল। তবে মরিনহো কিন্তু প্রতিপক্ষের দর্শক নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বরং মরিনহো বলছেন, লিভারপুলের মাঠে খেলা তাঁর দল ‘উপভোগ’ করবে।

    ঘরের মাঠে প্রায় ৫৫ হাজার সমর্থকের সামনে ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। বরাবরের মতো এবারও অ্যানফিল্ডের দর্শকরা মাতিয়ে রাখবে পুরো ৯০ মিনিট। মরিনহো মনে করেন, দর্শকদের নিয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, “অনেকের ধারণা এরকম আবহে খেলতে খুব একটা পছন্দ করে না আমার দল। এটা শুনলে মাঝে মাঝে অবাকই লাগে। আরও বেশি অবাক লাগে যখন ইউনাইটেডের সাবেকরাই এরকম কথা বলেন! আমি তো বলবো এরকম জমজমাট আবহে খেলাটা আর বেশি আকর্ষণীয় ব্যাপার। আমরা তো প্রতি ম্যাচেই এরকম পেতে চাই।”

    দর্শকে ভরপুর স্টেডিয়াম ছাড়া ফুটবল ম্যাচ অনেকটাই ‘পানশে’ লাগে মরিনহোর কাছে, “বার্সেলোনা ঘরের মাঠে ফাঁকা স্টেডিয়ামে খেলেছে লাস পালমাসের বিপক্ষে। আপনার কী মনে হয় লাস পালমাস এটায় খুশি ছিল?  তারাও দর্শকে ভরপুর একটা স্টেডিয়াম দেখতে চায়। আমরা ওল্ড ট্রাফোর্ডে খেলি, অ্যানফিল্ডে তাই আমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না।”

    মরিনহো জানান, ইউনাইটেডের ফুটবলারদেরও প্রতিপক্ষের দর্শক নিয়ে কোনো আপত্তি নেই, “আমি কখনোই দলের কোনো ফুটবলারকে বলতে শুনিনি যে তাদের স্টেডিয়ামের আবহ নিয়ে সমস্যা আছে। যখন আমরা ঘরের মাঠে এরকম আবহ পাইনা তখনই খারাপ লাগে। বড় ক্লাবের মাঠে গিয়ে খেললে অনেক দর্শক থাকবে এটাই তো স্বাভাবিক। আমরা জানি লিভারপুলের দর্শক ইউনাইটেডকে খুব একটা পছন্দ করে না। তবুও তাদের মাঠে খেলতে পারা দারুণ অভিজ্ঞতা।”