• লা লিগা
  • " />

     

    'নিজেদের জন্যই রিয়াল-বার্সার একে অন্যকে দরকার'

    'নিজেদের জন্যই রিয়াল-বার্সার একে অন্যকে দরকার'    

    স্বাধীনতার দাবিতে উত্তাল কাতালুনিয়া, সেটার আঁচ লেগেছে ফুটবল মাঠেও। শেষ পর্যন্ত কাতালুনিয়া স্বাধীন হলে বার্সা লা লিগায় থাকবে কি না, উঠে যাচ্ছে এমন প্রশ্নও। তবে লা লিগার আন্তর্জাতিক স্বত্ব যার কাছে, সেই মিডিয়াকমের প্রধান জাউমে রাউরেস বলছেন, কাতালুনিয়া স্বাধীন হোক বা হোক, বার্সার লা লিগাতেই খেলা উচিত।

    কাতালুনিয়া শেষ পর্যন্ত স্বাধীন হলে বার্সা লা লিগাতেই খেলবে কি না, সেটা নিয়ে হাওয়ায় ভাসছে অনেক রকম গুঞ্জন। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছিলেন, স্পেনেই না থাকলে বার্সার লা লিগায় থাকায় যৌক্তিকতা নেই। কিন্তু এবার লা লিগার আন্তর্জাতিক স্বত্ব যাদের দখলে, সেই মিডিয়াকম বলছে বার্সা চলে গেলে লা লিগার আকর্ষণ নষ্ট হয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে দ্বৈরথ, সেটাই লা লিগাকে বাঁচিয়ে রেখেছে বলে  মনে করিয়ে দিয়েছেন রাউরেস, ‘এটা তো সরকারকেই সমাধান করতে হবে। কিন্তু জিদানের পর আমিও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ছাড়া লা লিগা কল্পনা করতে পারি না, রাজনৈতিক ফল যাই হোক না কেন।’ রাউরেস বলছেন, নিজেদের স্বার্থেই রিয়াল-বার্সার এল ক্লাসিকো দরকার, ‘মাদ্রিদ-বার্সার একটা ভালোবাসা-ঘৃণার সম্পর্ক আছে। তাদের নিজেদের একে অন্যকে দরকার, স্পেনের খেলাধূলারও তাদের দরকার। ক্লাসিকো না থাকলে বৈশ্বিক দিক দিয়েই ব্যাপারটা এরকম হবে না।’

    গত সপ্তাহেই জিদান বলেছিলেন, বার্সা ছাড়া লা লিগা কল্পনা করা তার জন্য কঠিন।