• লা লিগা
  • " />

     

    বেনজেমাকে 'ওভাররেটেড' বললেন লিনেকার

    বেনজেমাকে 'ওভাররেটেড' বললেন লিনেকার    

    প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগে আলাদা দুটি টিভি চ্যানেলের হয়ে সঞ্চালকের কাজ করছেন তিনি বহুদিন ধরে। টুইটারেও বেশ সক্রিয় তিনি। গ্যারি লিনেকার তাঁর ফুটবলার পরিচয় ছাপিয়ে 'পান্ডিত' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই।

    সাবেক টটেনহাম ও বার্সেলোনা স্ট্রাইকার গতকালও ছিলেন নিজের দায়িত্বে, বিটি স্পোর্টসের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সঞ্চালক হিসেবে। রিয়াল মাদ্রিদ-টটেনহাম ম্যাচটাই গতকাল সব আলো কেড়ে নিয়েছিল চ্যাম্পিয়নস লিগের। নিজের সাবেক দলের খেলায় মুগ্ধতা থাকলেও রিয়ালের করিম বেনজেমার খেলা মন ভরাতে পারেনি লিনেকারের। ম্যাচ শেষে বেনজেমাকে 'ওভার রেটেড' বলে টুইট করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার। 

     

    Is it me or is Benzema a tad overrated? A goal every other game in a team as strong as Real Madrid is nada especial. Decent not great.

    — Gary Lineker (@GaryLineker) 17 October 2017


    প্রথমার্ধে গোলের সহজ সুযোগ নষ্ট করার পর, দ্বিতীয়ার্ধেও নিষ্প্রভ ছিলেন বেনজেমা। পুরো ম্যাচে গোলের নিশ্চিত সুযোগগুলোও বেশি এসেছিল রিয়ালের কাছেই। রোনালদোও তাঁর সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলেন ম্যাচ জয়ের, তবে শেষ পর্যন্ত হার মেনেছেন ভাগ্যের কাছে। কিন্তু বেনজেমার সহজ সুযোগ কাজে লাগাতে না পারাটা দৃষ্টিকটুই লেগেছে লিনেকারের কাছে। রিয়ালের মতো দলে খেলে বেনজেমার আরও ভালো করা উচিত ছিল বলেই মনে করছেন লিনেকার। 

    লিনেকারের আগে অবশ্য স্প্যানিশ মিডিয়াও বিভিন্ন সময়ে সমালোচনা করেছে বেনজেমার। তবে 'ভিনদেশীর' এমন কটাক্ষ মেনে নিতে পারেননি স্প্যানিশ পান্ডিতেরা। 'এল চুরিঙ্গিতো' নামে এক টিভি শো-তে লিনেকারের এমন সমালোচনার পেছনে স্প্যানিশ পান্ডিতের খুঁজে পেয়েছেন 'অন্য কোন' লক্ষ্য! বেনজেমাকে ছোট করে বরং হ্যারি কেইনকে খানিকটা ওপরে ওঠাতে চেয়েছেন তিনি- স্প্যানিশ পান্ডিতেরা মনে করছেন এমনটাই! কেইন এখনও বেনজেমার পর্যায়ে যেতে পারেননি বলেই মন্তব্য করেছেন তারা। সাথে জানিয়েছেন গতকালের ম্যাচেও কেইনের চেয়ে বেশি  সপ্রতিভ ছিলেন বেনজেমাই। 

    লিনেকারের ওই টুইটের পরই স্প্যানিশ ওয়েবসাইট  এএস ছাপিয়ে দিয়েছে একটা পরিসংখ্যান। আশির দশকে বার্সার হয়ে খেলার সময় ১২৮ ম্যাচে ৪৮ গোল করেছিলেন লিনেকার। ম্যাচ প্রতি গোল গড় ছিল ০.৩৭। সেই পরিসংখ্যানটা লিনেকারকে মনে করিয়ে দিয়ে এএস মন্তব্য করেছে তাঁর পরিসংখ্যানটাও ছিল 'নাদা এস্পেসিয়াল'। বেনজেমার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লিনেকার ব্যবহার করেছিলেন স্প্যানিশ শব্দ দুটি। যার অর্থ দাঁড়ায় বিশেষ কিছু নয়। লিনেকারকে তাঁর নিজের কথাটাই ফিরিয়ে দিয়েছে এএস!