• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    বার্সা ছাড়ায় 'আফসোস' করছেন নেইমার?

    বার্সা ছাড়ায় 'আফসোস' করছেন নেইমার?    

     

    অনেক নাটকের পর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। ‘মেসির ছায়া’ থেকে বের হয়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গিয়ে ফর্মের তুঙ্গে আছেন নেইমার। চ্যাম্পিয়নস লিগ ও ফ্রেঞ্চ লিগে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পিএসজিও। কিন্তু এতকিছুর পরেও কী যেন নেই। স্প্যানিশ টেলিভিশন বেতিভ বলছে, বার্সায় ছাড়ায় এখন নাকি আফসোসই করছেন নেইমার!

     

    পিএসজিতে যোগ দেওয়ার পর নিয়মিত গোলের দেখা পাচ্ছেন। ১১ ম্যাচে করেছেন ১০ গোল, অ্যাসিস্টও আছে অনেক। এডিসন কাভানি, কিলিয়ান এমবাপ্পেদের সাথে নিয়ে গড়ে তুলেছেন দুর্দান্ত এক আক্রমণভাগ। এরই মাঝে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে বার্তা পৌঁছে দিয়েছে অন্য বড় ক্লাবকে।

     

     

     

    তবে এতকিছুর মাঝেও খানিকটা খচখচানি থেকেই গেছে। নেইমারের প্রথম ঝামেলাটা হয় কাভানির সাথে। পেনাল্টি নেওয়ার নিয়ে দুজনের প্রকাশ্য দ্বন্দ্বটা উত্তাপ ছড়িয়েছে বেশ কয়েকদিন। শেষ পর্যন্ত কোচ ও পিএসজি প্রেসিডেন্টের হস্তক্ষেপে ব্যাপারটা মিটমাট হয়।

     

    শুধু তাই নয়, বেতিভের অনুষ্ঠান ‘লা পর্তেরিয়া’ বলছে, পিএসজি কো উনাই এমেরির কৌশল নিয়েও খুশি হতে পারছেন না নেইমার। অনুশীলনের সময় অতিরিক্ত ভিডিও পর্যালোচনাকে ভালো চোখে দেখছেন না নেইমার। ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও রয়েছে অস্বস্তি। অনেক পিএসজি ফুটবলার নাকি নেইমারকে 'অতিরিক্ত' সুবিধা দেওয়াতে নারাজ। সবকিছু মিলিয়ে বার্সেলোনাকে নাকি ‘মিস’ করতে শুরু করেছেন নেইমার। ক্লাব ছাড়া নিয়ে ‘আফসোসও’ বাড়ছে।

     

    মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখে গত ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। দুদিন আগে ‘ছুটি’ নিয়ে স্পেনে এসেছিলেন। দেখা করেছেন সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের সাথেও।

     

    নেইমারের ক্লাব ছাড়ার পরও দারুণ ফর্মে আছে বার্সা। মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এরই মাঝে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে গেছে কাতালানরা।