• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    তামিমকে মিস করেছেন নবীরা

    তামিমকে মিস করেছেন নবীরা    

    কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখকর হয়নি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর। ব্যাটিং ইনিংস শেষে মারলন স্যামুয়েলস বলেছিলেন, ১৫০ রানের কথা মাথায় রেখে নেমেছিলেন তারা। তবে ১৪৫ রানেই থামতে হয়েছে তাদের। নবী বলছেন, স্যামুয়েলস বা তিনি শেষ পর্যন্ত থাকলে স্কোরটা আরও বড় হতে পারতো। 

    ‘আমাদের ১০-১৫ রান কম হয়ে গেছে। ২০তম ওভার পর্যন্ত আমি ও মারলন থাকলে আমরা ১৬০ করতে পারতাম। আর ওপেনিংয়ে তামিম ইকবালকেও আমরা মিস করেছি।’ 

    শেষের দিকে ছেড়ে দেওয়া ক্যাচগুলোও ভুগিয়েছে কুমিল্লাকে। নবী বলছেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সেগুলোই। তবে ম্যাচ হারলেও অধিনায়কত্বটা উপভোগই করেছেন তিনি, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের ব্যাপার। দলে অনেক বড় ক্রিকেটার আছে, তাদের নেতৃত্ব দিয়েছি আমি।’ 

    তবে অধিনায়কত্বটা নবীর কাছে নতুন নয় বলেই মনে করিয়ে দিয়েছেন আরেকবার, ‘২০১৫ বিশ্বকাপে আমি আফগানিস্তানের অধিনায়ক ছিলাম। এখনও আমাদের সহ-অধিনায়ক আমি। আমার অভিজ্ঞতা আছে, কোচ ও ম্যানেজমেন্ট সে কারণেই আমার ওপর ভরসা করেছে। এ লিগে আজ আমার প্রথম ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। সিনিয়র ক্রিকেটার যেমন মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলারদের সঙ্গে আমি শুরুতে আলোচনা করেছি। পরে সবকিছুই নিয়ন্ত্রণে চলে এসেছিল।’