• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    চূড়ান্ত হলো ভারতের সফরসূচি

    চূড়ান্ত হলো ভারতের সফরসূচি    

     

    ভারত আসবে কিনা সেটা আগেই নিশ্চিত হয়েছিল। কাল বিসিবি সফরের সূচিও ঘোষণা করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ৭ জুন এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। এই সফরে কোনো টি-টোয়েন্টি থাকছে না। ২৬ জুন দেশে ফিরে যাবে ভারত। 

     

    বর্ষা মৌসুমে ম্যাচ হওয়ায় সবগুলো ওয়ানডে ম্যাচেরই পরদিন থাকছে 'রিজার্ভ ডে'।

     

    সফরের সময়সূচীঃ

     

     

    ম্যাচ তারিখ ভেন্যু
     প্রথম টেস্ট ১০-১৪ জুন, ২০১৫ ফতুল্লা
    প্রথম ওয়ানডে (দিবারাত্রি) ১৮ জুন, ২০১৫ মিরপুর
    দ্বিতীয় ওয়ানডে (দিবারাত্রি) ২১ জুন, ২০১৫ মিরপুর
    তৃতীয় ওয়ানডে (দিবারাত্রি) ২৪ জুন, ২০১৫  মিরপুর