• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'টেস্ট উপভোগ করলে অন্য ফরম্যাট সহজ'

    'টেস্ট উপভোগ করলে অন্য ফরম্যাট সহজ'    

    ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট ড্রয়ের সুখস্মৃতি নিয়ে বিপিএল খেলতে এসেছেন। এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে ক্রিকেটারদের এখন মুহুর্তের মধ্যেই ‘সুইচ’ করতে হয়। তবে সিকান্দার রাজা বলছেন, টেস্টটা উপভোগ করতে পারলে বাকি সব ফরম্যাট আদতে একটু সহজই হয়ে যায়। 

    ‘আমি সবসময়ই টেস্ট উপভোগ করি। আর এটাও সবসময়ই বিশ্বাস করি, টেস্টে ফর্ম পেলে অন্য ফরম্যাটগুলো তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। আমার কাছে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়টাই হলো টেস্ট।’ 

    নিজের শেষ টেস্টটাও বেশ উপভোগই করেছেন। ম্যাচসেরা হয়েছেন, গড়েছেন রেকর্ডও। এরপরও বিনয়ীই থাকতে চান জিম্বাবুইয়ান অলরাউন্ডার, ‘রেকর্ডের মাঝে নিজেকে খুঁজে পাওয়া দারুণ একটা ব্যাপার। আমার তো মনে হয়, এ কারণেই ক্রিকেট খেলা। ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু দেশের হয়ে ভাল পারফরম্যান্সের কারণে আপনাকে মনে রাখা হবে।’ 

    তবে বিপিএলে নিজের দল চিটাগং ভাইকিংস অবশ্য পারফরম্যান্সের দিক দিয়ে একটু ধুঁকছেই। তিন ম্যাচে এক জয় তাদের। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন, খেই হারিয়েছে তার দল। তবে এটাকে ঠিক ‘ধুঁকতে থাকা’ মানতে রাজি নন রাজা, ‘আমার মনে হয়ে আসলে আমরা ফলটা নিজেদের দিকে আনতে পারিনি। এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি তেমন। কে জানে, আমরা পরের তিন ম্যাচের তিনটিতেই জিতে গেলাম। আমরা সঠিক কম্বিনেশনটা খুঁজছি এখনও। এটা সবসময়ই সময়সাপেক্ষ ব্যাপার। আর ২-১টা ম্যাচের মাঝেই আমরা সেটা পেয়ে যাব, আর আমাদের প্লে-অফ খেলার দারুণ একটা সুযোগ তৈরী হবে। আপাতত সেটাই আমাদের লক্ষ্য।’ 

    সিলেটের সঙ্গে ঢাকার উইকেটের পার্থক্যটাও ধরা পড়ছে তার চোখে, ‘আমার মনে হয় সিলেটের উইকেট অনেক বেশি প্রাকৃতিক ছিল। আর ঢাকার উইকেট একটু “টু-পেসড”। বাউন্সও অসমান।’ 

    তবে ঢাকাতেও বড় স্কোর দেখা যাবে বলে ধারণা তার। সে বড় স্কোরে কি থাকবে তার ব্যাটেরও অবদান?