• লা লিগা
  • " />

     

    স্পেনকে নিয়ে 'কটুক্তি' করলে বন্ধ হবে ন্যু ক্যাম্প!

    স্পেনকে নিয়ে 'কটুক্তি' করলে বন্ধ হবে ন্যু ক্যাম্প!    

     

    কাতালুনিয়া রাজ্যের স্বাধীনতা ইস্যুর প্রভাবটা খুব ভালোমতোই পড়েছিল লা লিগায়। অনেকটা অনুমেয়ভাবেই স্বাধীন কাতালুনিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন বার্সেলোনার ফুটবলারদের অনেকেই।  খেলা চলার সময় ভক্তরাও বহুদিন ধরেই নিজেদের স্লোগানে জানান দিচ্ছে স্বাধীনতার কথা। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস বলছেন, ন্যু ক্যাম্পের দর্শক যদি স্পেনকে নিয়ে কোনো নেতিবাচক স্লোগান দেয়, তাহলে স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হবে।

     

     

     

    তেবাস বলছেন, স্পেনকে নিয়ে কোনো কটুক্তি সহ্য করবে না লা লিগা কর্তৃপক্ষ, “স্বাধীনতার জন্য স্লোগান দেওয়াটা এখন কোন অপরাধ নয়, কাউকে অপমানও করা হয় না এটার মাধ্যমে। এরকম স্লোগান অনেকদিন ধরেই দিয়ে আসছে সমর্থকরা। কিন্তু স্পেনকে নিয়ে আপত্তিতর কিছু বললে সেটা মেনে নেওয়া হবে না। ম্যাচের সময় যদি এরকম কিছু ঘটে, তাহলে লা লিগা কর্তৃপক্ষ ন্যু ক্যাম্প বন্ধ করার নির্দেশ দিতে পারে।”

     

    গত অক্টোবরে নিরাপত্তার কারণে লাস পালমাসের বিপক্ষে ফাঁকা ন্যু ক্যাম্পেই খেলেছে বার্সা। পরের দিনই বার্নাব্যুতে স্পেনের পতাকা উড়িয়ে ‘অবিভক্ত’ স্পেনের পক্ষেই স্লোগান দিয়েছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা।