• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    কাভানির দায়িত্ব এখন নেইমারের?

    কাভানির দায়িত্ব এখন নেইমারের?    

    সেপ্টেম্বর ১৯, ২০১৭। ফ্রেঞ্চ লিগে অলিম্পিক লিওঁ-র বিপক্ষে খেলায় পেনাল্টি পেল পিএসজি। পিএসজির নিয়মিত ‘স্পটকিক স্পেশালিষ্ট’ হিসেবে কিক নিতে আসলেন এডিনসন কাভানি। বাগড়া বাঁধলো তখনই। কাভানির সাথে পেনাল্টি নেওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ঐ ম্যাচ জিতলেও এরপর থেকে শীতল হতে থাকে নেইমার-কাভানি সম্পর্ক। প্রায় মাস দুয়েক কেটে গেছে, পিএসজির পেনাল্টি নিয়ে কাড়াকাড়ির দিন কি ফুরিয়ে এল এবার? গতকাল নঁতের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর কাভানি নিজেই বলেছেন, পিএসজির 'পরবর্তী' পেনাল্টি নেবেন নেইমারই।

     

     

    এই পেনাল্টি কাহিনী নিয়ে কম জল ঘোলা হয়নি প্যারিসে। ঐ ঘটনার জের ধরেই কাভানিকে পিএসজিতে আর চান না নেইমার- গুঞ্জন উঠেছিল এমনও। ‘নেইমারের সাথে বন্ধুত্বের প্রয়োজন নেই’- কাভানির এমন মন্তব্য আরও উষ্কে দিয়েছিল বিতর্ক। কাভানিকে পেনাল্টির দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য পিএসজি বড় অঙ্কের বোনাসও দিতে চেয়েছিল, তখন দুইয়ে দুইয়ে চার মিলিয়েছিলেন অনেকেই। তবে নিজেদের শেষ ম্যাচে জোড়া গোলে দলের জয় নিশ্চিত করার পর কাভানিই সেই তপ্ত আগুনে ঢালছেন জল, 'পরবর্তী পেনাল্টি নেইমার-ই নিবে'। 

    অবশ্য এ সিদ্ধান্তে কাভানির তেমন হাত নেই, 'এটা কোচ এমেরিরই ব্যক্তিগত সিদ্ধান্ত।'  এখন থেকে নেইমারের ওপরই সব পেনাল্টির ভার কিনা, সে প্রশ্নটাও এড়িয়ে গেছেন কাভানি। 

    তবে নেইমারের প্রশংসা করতে ভুল হয়নি তার, 'সে অসাধারণ ও সফল এক ফুটবলার। কিভাবে চাপ সামলাতে হয়, তা সে খুব ভাল করেই জানে।' কাভানি এরপরই যেন ঢুকে গেছেন পেশাদার ভুবনে, 'বাস্তব জীবনে যে আমাদের বন্ধু হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে মাঠে আমাদের বোঝাপড়াটা অবশ্যই ভাল হতে হবে।'