• লা লিগা
  • " />

     

    রিয়ালের জন্য 'হাজারবার' রক্ত ঝরাতে রাজি রামোস

    রিয়ালের জন্য 'হাজারবার' রক্ত ঝরাতে রাজি রামোস    

     

    মাদ্রিদ ডার্বির প্রথমার্ধেই নাকে আঘাত পেয়েছিলেন। ডাক্তারের সহায়তায় রক্ত পড়া প্রাথমিকভাবে বন্ধ করে খেলা চালিয়ে গেছেন। দ্বিতীয়ার্ধে অবশ্য আর নামা হয়নি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের। পরে জানা যায়, নাক ভেঙ্গে গেছে তাঁর। রিয়াল ভক্তদের উদ্দেশ্যে রামোস বলছেন, ক্লাবের জন্য আরও রক্ত ঝরাতে রাজি তিনি।

     

     

     

    অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটের মাথায় লুকাস হার্নানদেজ বল নিজের নিয়ন্ত্রণে আনতে গিয়ে সজোরে লাথি মেরে বসলেন রামোসের মুখে। মাটিতে লুটিয়ে পড়া রামোসের নাক থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। নাক ভেঙ্গে যাওয়ার কারণে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েলের বিপক্ষে ম্যাচে রামোসের খেলা অনেকটাই অনিশ্চিত।

     

    রামোস নিজের টুইটার বার্তায় জানিয়েছেন, রিয়ালের জন্য হাজারবার রক্ত ঝরাবেন তিনি, “রিয়ালের জার্সি ও ব্যাজের জন্য আমি হাজারবার নিজের রক্ত ঝরাতে রাজি। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমি দ্রুতই মাঠে ফিরব।”