• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    জিদান জানতেন রোনালদো-বেনজেমা গোল পাবেন

    জিদান জানতেন রোনালদো-বেনজেমা গোল পাবেন    

     

    দুজনের ফর্মেই পড়েছিল ভাটা। লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার বাজে ফর্ম নিয়ে গত কয়েক সপ্তাহে কম আলোচনা হয়নি। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান অবশ্য বরাবরই ভরসা রেখেছেন দুজনের ওপর। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাপোয়েলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন দুজনই। জিদান বলছেন, তিনি জানতেন রোনালদো-বেনজেমা গোল করেই ফর্মে ফিরবেন।

     

     

     

    মৌসুমের শুরু থেকেই রোনালদোর গোলখরা চলছে। বেনজেমাও একাদশে নিয়মিত নন। ‘বিবিসি’ এর প্রধান দুই অস্ত্রের ফর্মে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জিদান, “আমি রোনালদো ও বেনজেমার পারফরম্যান্সে খুশি। তাঁদের খারাপ সময় যাচ্ছিল, গোলও আসছিল না। কিন্তু আমরা জানতাম এটা কেটে যাবে, গোলও আসবে। ধৈর্য রেখে পরিশ্রম করতে হবে, তাঁরা সেটাই করেছে। দুজনই দুর্দান্ত ফুটবলার, এটা আমরা সবাই জানি। তাঁদের গোল দেখার অপেক্ষায় ছিল সবাই।”

     

    লা লিগায় বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে দল। চ্যাম্পিয়নস লিগে অবশ্য কালই শেষ ১৬ নিশ্চিত করেছে রিয়াল। জিজু বলছেন, সব টুর্নামেন্টেই মাদ্রিদকে ধৈর্য রেখে এগোতে হবে, “আমাদের ধৈর্য রাখতে হবে। এই মৌসুমে অনেক কঠিন মুহূর্ত সামনে এসেছে। আজকের ম্যাচে আমরা সহজেই জয় পেয়েছি, ফুটবলারদের মনও চাঙ্গা আছে। আমাদের মনোযোগ এখন সামনের ম্যাচে।”