• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নেইমার-কাভানিতে পিএসজির জয়রথ ছুটছেই

    নেইমার-কাভানিতে পিএসজির জয়রথ ছুটছেই    

     

    আগের ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন। মোনাকোর বিপক্ষে ফ্রেঞ্চ লিগের ম্যাচে আবারো দেখা গেলো সেই পুরনো নেইমারকেই। এডিসন কাভানি ও নেইমারের গোলে মোনাকোকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি।

     

     

     

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। ফলটাও আসে দ্রুতই। ১৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন কাভানি। জুলিয়ান ড্রাক্সলারের পাসে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানান। এই মৌসুমে লিগে কাভানির গোলসংখ্যা দাঁড়াল ১৬, সব টুর্নামেন্ট মিলিয়ে সেটা ২৩। ৪২ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাসে ড্রাক্সলারের শট গোলরক্ষক না বাঁচালে ব্যবধান দ্বিগুণ হতে পারত।

     

    দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোল পেতে পারতেন নেইমার। কাভানির পাসে পাওয়া বলে নেইমারের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ৪ মিনিট পরেই নেইমারকে বক্সের ভেতর ফেলে দেন আলমামি তুরে। পেনাল্টি থেকে এবার বল জালে জড়াতে ভুল করেননি নেইমার। লিগে এটি তাঁর ৮ম গোল। ৭৩ মিনিটে এমবাপ্পে সহজ সুযোগ নষ্ট করলে তৃতীয় গোল পাওয়া হয়নি পিএসজির।

     

    ৮১ মিনিটে ব্যবধান কমান মোনাকোর জোয়াও মতিনহো। ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন তিনি। ৮৬ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের শট পিএসজি কিপার না ঠেকালে ম্যাচে সমতা আসতে পারত। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নেইমাররা।

     

    এই জয়ে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল পিএসজি।