• লা লিগা
  • " />

     

    পয়েন্ট হারাল রিয়ালও

    পয়েন্ট হারাল রিয়ালও    

     

    বার্সেলোনার ড্রয়ের পর সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে সেই সুযোগটা কাজে লাগাতে পারল না রিয়াল মাদ্রিদ। বিলবাওয়ের সাথে গোলশূন্য ড্র করে বার্সার মতো পয়েন্ট খুইয়েছে জিনেদিন জিদানের দলও।

     

     

     

    সান মামেসে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল। ৭ মিনিটের মাথায় ইস্কোর ক্রসে বল পেয়েও গোল করতে পারেননি করিম বেনজেমা, তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। ছয় মিনিট পর দারুণ এক আক্রমণে গোলের সুযোগ এসেছিল বিলবাওয়ের সামনেও। আরিতস আদুরিজের শট বাঁচিয়ে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। ২৮ মিনিটে ইনাকি উইলিয়ামসকেও হতাশ করেন নাভাস। 

     

    দ্বিতীয়ার্ধেও নাভাসের কল্যাণেই গোল হজম করতে হয়নি রিয়ালকে। ৪৯ মিনিটে আদুরিজের আরেকটি দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নাভাস। কিছুক্ষণ পরেই সার্জিও রামোস বক্সের ভেতর রাউল গারসিয়াকে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন করে বিলবাও ফুটবলাররা , তবে রেফারি মাতেউ লাহোজ তাতে সাড়া দেননি।

     

    প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো এগিয়ে দিতে পারতেন দলকে। ৭২ মিনিটে ইস্কোর পাসে চমৎকার এক ভলি করেন সিআর সেভেন। কিন্তু তাঁর শট পোস্ট ঘেঁসে চলে যায়। 

     

     

    ম্যাচে আর গোল তো আসেইনি, উল্টো ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক রামোস। আদুরিসকে ফাউল কড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। লা লিগায় রেকর্ড ১৯ তম লাল কার্ড দেখলেন রামোস। এই ড্রয়ে শেষ ৩ ম্যাচের দুটিতেই ড্র করল রিয়াল, সব মিলিয়ে এই মৌসুমে লিগে তাঁদের ৪ টি ড্র।

     

    ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে রিয়াল।