• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    জয়ের ধারায় ফিরল পিএসজি

    জয়ের ধারায় ফিরল পিএসজি    

     

    গত সপ্তাহে লিগে স্ট্রাসবোর্গের কাছে হেরেছিল তাঁরা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছেও হারতে হয়েছিল। টানা দুই হারের পর আবারও জয়ের ধারায় ফিরল উনাই এমেরির পিএসজি। ফ্রেঞ্চ লিগে লিলকে ৩-১ গোলে হারিয়েছে নেইমারবিহীন পিএসজি।

     

     

     

    পারিবারিক সমস্যার কারণে আগের দিনই ব্রাজিলে উড়ে গিয়েছিলেন নেইমার। তাঁকে ছাড়া অবশ্য খুব একটা সমস্যা হয়নি দলের। শুরু থেকেই আক্রমণাত্মক পিএসজি ম্যাচের প্রথম সুযোগ পায় ৭ মিনিটেই। দানি আলভেজের শট পোস্টের ওপর দিয়ে চলে গেলে গোল পাওয়া হয়নি। গোল পেতে পারত লিলও, ১৯ মিনিটে এজেকুয়েল পনচের শট ঠেকিয়ে দেন পিএসজি কিপার।

     

    ২৮ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে দেন ডি মারিয়া। কিলিয়ান এমবাপ্পের দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন ডি মারিয়া, তবে তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

     

    দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভিয়ের পাস্তোরে। ডি মারিয়ার পাসে বক্সের ভেতর বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি। ৭২ মিনিটে এমবাপ্পের শট দারুণভাবে বাঁচিয়ে দেন লিল গোলরক্ষক। ৮৬ মিনিটে ব্যবধান কমান লিলের আনোয়ার গাজি। বক্সের খানিকটা বাইরে থেকে জোরালো শটে গোল করেন। 

     

    ৯২ মিনিটে ম্যাচে সমতা আনতে পারত লিল, পনচের হেড ঠেকিয়ে দিয়ে পিএসজিকে এগিয়ে রাখেন অ্যালফোনসে অ্যারেওলা। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে এমবাপ্পের গোলে জয় নিশ্চিত করে পিএসজি। পাল্টা আক্রমণে মারকুইনহসের পাসে বল পেয়ে গোল করেন এমবাপ্পে। এই মৌসুমে ১৭ ম্যাচে ৫১ গোল করেছে পিএসজি। 

     

     

     

    এই জয়ে ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোনাকো।