• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    প্রিয় ফুটবলারের সুস্থতা কামনায় ভক্তদের পথযাত্রা!

    প্রিয় ফুটবলারের সুস্থতা কামনায় ভক্তদের পথযাত্রা!    

     

    কেনিয়ার নাইরোবির কাছে ছোট্ট এক শহর ম্যাকাকোস। শহরের অধিবাসীরা হঠাৎ লক্ষ্য করলেন, বড়সড় একটা কালো গাড়ির পিছু পিছু একদল লোক স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা গেলো, এটা কোনো রাজনৈতিক ‘মিছিল’ নয়। ইনজুরিতে থাকা টটেনহাম হটস্পারের কেনিয়ান মিডফিল্ডার ভিক্টর ওয়ানইয়ামার সুস্থতা কামনা করেই মিছিল করেছে ভক্তরা!

     

     

     

    প্রাক মৌসুমেই হাঁটুতে চোট পেয়েছিলেন। শুরুর দিকে স্কোয়াডে থাকলেও পরের কয়েক মাস ধরে মাঠের বাইরে আছেন ওয়ানইয়ামা। তিনি যেন সুস্থ হয়ে খেলায় ফেরেন, সেজন্যই একটি পথযাত্রার আয়োজন করেছিল কেনিয়ার টটেনহাম ভক্তরা। ওয়ানইয়ামার ছবিওয়ালা গেঞ্জি, ব্যানার নিয়ে তাঁরা ঘুরে বেড়ান পুরো শহরে। সেখানে ওয়ানইয়ামারের দ্রুত সুস্থ হওয়ার কথাই বলেছেন সবাই।

     

    ২৬ বছর বয়সী ওয়ানইয়ামা ভক্তদের এরকম কান্ডে রীতিমত অবাক হয়েছে। এক টুইটে ভক্তদের উদ্দেশ্যে বলেন, তাঁদের জন্যই খেলায় ফিরবেন তিনি, “কেনিয়ার টটেনহাম ভক্তরা আমাকে যে সমর্থন জুগিয়েছে, সেটার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। আমি আরও ভালোভাবে ফিরতে চাই তাঁদের জন্যই।”

     

    খেলায় না ফিরলেও গতকাল টটেনহামের হয়ে অনুশীলনে যোগ দিয়েছেন ওয়ানইয়ামা।