• লা লিগা
  • " />

     

    ফুটবলকে বিদায় জানালেন কাকা

    ফুটবলকে বিদায় জানালেন কাকা    

    প্রতি গোলের পর দুই হাত উঁচু করে আকাশে তাকিয়ে ঈশ্বরকে স্মরণ করতেন। জার্সি খুলে ফেলা উদযাপনের সময়েও গায়ে থাকত একটা সাদা টিশার্ট। তাতে লেখা, 'আই বিলং টু জিসাস'। ফুটবলকে বিদায় জানানোর সময়েও নিজের সেই পুরনো উদযাপনের ভঙ্গিটাই সঙ্গী করলেন রিকার্ডো কাকা। তবে ফুটবল মাঠে নয়, বিদায় জানাতে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে। ফেসবুক আর টুইটারে জানিয়ে দিয়েছেন ফুটবল মাঠে আর দেখা যাবে না তাঁকে। 

    মেজর লিগ সকারের ক্লাব অরলান্ডো সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ডালপালা মেলছিল, ফুটবল থেকে অবসর নেবেন কাকা। দেরিতে হলেও শেষ পর্যন্ত ঘোষণাটা নিজেই দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী।



    ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে শুরু হয়েছিল কাকার যাত্রা। এর পর ২০০২ সালে ব্রাজিলের হয়ে জিতেছিলেন বিশ্বকাপ। পরের বছর ইতালির ক্লাব এসি মিলানে যোগ দিয়ে সেখানে কাটিয়েছিলেন ৬ বছর। ইতালিতে কাকা জিতেছেন সম্ভাব্য সবকিছুই, নিজেকে বিশ্বসেরাদের কাতারেও নিয়ে গিয়েছিলেন মিলানের বছরগুলোয়। ২০০৭ সালে মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর নিজেও জিতেছিলেন ফিফা বর্ষসেরার খেতাব। ক্রিশ্চিয়ানো রোনালদো আর  লিওনেল মেসি যুগ শুরু হওয়ার আগে শেষবার কাকাই  হয়েছিলেন বর্ষসেরা ফুটবলার।

    ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর অবশ্য মিলানের সেই পুরনো ফর্মটা টেনে আনতে পারেননি মাদ্রিদে। ফর্মহীনতার দায় অনেকটাই বর্তায় কাকার চোটের ওপর। তবে রিয়ালের হয়ে লা লিগা জিতেছিলেন ২০১১-১২ মৌসুমে। এর পর ২০১৩-১৪ মৌসুমে আবারও ফিরেছিলেন মিলানে। এক মৌসুম কাটিয়ে ৩ বছরের চুক্তিতে পরে যোগ দেন অরলান্ডো সিটিতে। মাঝে এক বছর ধারে খেলেছিলেন সাও পাওলোতেও।