• লা লিগা
  • " />

     

    রিয়ালকে ‘গার্ড অফ অনার’ দেবে না বার্সেলোনা

    রিয়ালকে ‘গার্ড অফ অনার’ দেবে না বার্সেলোনা    

     

    ক্লাব বিশ্বকাপ জেতার পরেই ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, তিনি চান আসন্ন এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ‘গার্ড অফ অনার’ দিক বার্সেলোনা। তবে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, বার্নাব্যুর ক্লাসিকোয় রিয়ালকে কোনো ‘গার্ড অফ অনার’ দেবেন না বার্সার ফুটবলাররা।

     

     

     

    লা লিগায় সাধারণত শিরোপা নিশ্চিত করার পরের ম্যাচে বিজয়ী দলকে ‘গার্ড অফ অনার’ দেয় প্রতিপক্ষ। বার্সেলোনা কর্মকর্তা গুইলেরমো আমোর অবশ্য জানিয়েছেন, শিরোপাটা চ্যাম্পিয়নস লিগ কিংবা লা লিগার না হওয়ায় এটা করবে না কাতালান ক্লাবটি, “যখন আমরা চ্যাম্পিয়নস লিগ কিংবা লা লিগার কথা বলছি, তখনই কেবল ‘গার্ড অফ অনার’ প্রযোজ্য হবে। যেহেতু রিয়াল ক্লাব বিশ্বকাপ জিতেছে, তাই তাঁদের এটা দেওয়া হবে না।”

     

    এই মৌসুমের শুরুতেও এসেছিল এরকম এক পরিস্থিতি। ইউরোপিয়ান সুপার কাপ জয়ের পর ন্যু ক্যাম্পে সুপারকোপা খেলতে এসেছিল রিয়াল। সেবারও তাঁদের ‘গার্ড অফ অনার’ দেয়নি মেসিরা। ২০০৮ সালে লা লিগার শিরোপা নিশ্চিত করার পর ক্যাম্প ন্যুতে খেলতে আসলে তাঁদের ‘গার্ড অফ অনার’ দিয়েছিল বার্সেলোনা।