• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    গার্ডিয়ানের সেরা একাদশে সাকিব-মুশফিক

    গার্ডিয়ানের সেরা একাদশে সাকিব-মুশফিক    

    ব্যাপারটা যখন ক্রিকেট-সাংবাদিকতা, তখন দ্য গার্ডিয়ানের একটা আলাদা মূল্য থাকেই। সেই গার্ডিয়ান সাংবাদিকদের চোখে ২০১৭ সালের টেস্টের সেরা একাদশে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ব্যাটিং অর্ডার অনুযায়ী ৬ ও ৭ নম্বরে আছেন তারা। সাকিব আছেন অলরাউন্ডার হিসেবে, আর মুশফিক উইকেটকিপার। 

    গার্ডিয়ান সাকিবকে নিয়ে লিখেছে, ‘পৃথিবীর সেরা অলরাউন্ডার বেন স্টোকস না, ভারতের দুই মেধাবি স্পিনার রবি আশ্বিন বা রবীন্দ্র জাদেজাও না। এটা সাকিব আল হাসান।’ 

    ‘টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসে রেকর্ড ভেঙ্গে বছর শুরু করেছিলেন সাকিব, ওয়েলিংটনে ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের আক্রমণের বিপক্ষে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের প্রথম জয়ের কাঠামোও তৈরি করেছিলেন কলম্বোতে। তবে তার সেরা পারফরম্যান্সটা এসেছে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের প্রথম জয়ে। ইনিংস সর্বোচ্চ ৮৪ রানের সঙ্গে ম্যাচে ১৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন সাকিব।’

    সব মিলিয়ে বছরে ৪৭.৫ গড়ে ৬৬৫ রানের সঙ্গে ৩৩.৩৭ গড়ে ২৯ উইকেট আছে সাকিবের। 

     

     

    ‘মুশফিককে নিয়ে দুইজন বাংলাদেশী আছেন এ একাদশে, এ বছর বাংলাদেশ যে অনেক ম্যাচ জিতেছে, সেটাই প্রমাণ করে। সাকিবের সঙ্গে ওয়েলিংটনের জুটিতেই ছিলেন মুশফিক, করেছিলেন ১৫৯ রান। বাংলাদেশের জয়গুলোতে ছিলেন অধিনায়ক, উইকেটকিপারও।’ 

    সব মিলিয়ে বছরে ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছেন বাংলাদেশের সদ্য সাবেক হওয়া অধিনায়ক, ১২টি ক্যাচের সঙ্গে আছে ২টি স্টাম্পিং।

    এই একাদশ নির্বাচনের প্যানেলে অ্যান্ডি বুলের সঙ্গে ছিলেন ভিক মার্কস, আলি মার্টিন, টিম ডে লাইল, রব স্মিথ, অ্যাডাম কলিন্স ও উইল ম্যাকফারসন।  


    গার্ডিয়ানের ২০১৭ সালের সেরা টেস্ট একাদশ
    ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পুজারা, স্টিভ স্মিথ,বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জিমি অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।