• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    অনুশীলনের সময় গান নয়!

    অনুশীলনের সময় গান নয়!    

    অনুশীলনের ফাঁকে  খানিকটা বিশ্রাম নিতে বসেছেন। সেই সময় কানে হেডফোন লাগিয়ে প্রিয় গানের লাইনগুলো একটু শুনতে কার না ভালো লাগে? অন্যদের যতই ভালো লাগুক না কেন, চন্ডিকা হাথুরুসিংহের কাছে কিন্তু ব্যাপারটা মোটেও পছন্দ নয়। সদ্য নিয়োগ পাওয়া শ্রীলংকার কোচ হাথুরু নিয়ম করেছেন, অনুশীলনের সময় কোনো ধরণের গান শুনতে পারবেন না ক্রিকেটাররা।

     

     

     

    বছরটা একদমই ভালো কাটেনি শ্রীলংকার। ‘নতুন দিনের আশায়’ হাথুরুকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। গত সপ্তাহে দায়িত্ব বুঝে নেওয়ার সময়ই জানা গিয়েছিল, দলের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁর হাতেই থাকবে।

     

    শ্রীলংকার হাথুরু যুগের শুরুটাই হচ্ছে গান শোনার ওপর ‘নিষেধাজ্ঞা’ আরোপের মধ্য দিয়ে। হাথুরু বলছেন, অনুশীলনের সময় কেউ গান শুনতে পারবে না, “ অনুশীলনের সময় কোনো ধরনের গান শোনার অনুমতি দেওয়া হবে না ক্রিকেটারদের। যদি কেউ গান শুনতে চান, তাঁরা বাসায় গিয়ে শুনবেন। মাঠে এসব চলবে না।”

     

    হাথুরুকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছিলেন বোর্ড প্রধানই। এদিকে হাথুরু বলছেন, দল নির্বাচনের ব্যাপারে তিনিই সর্বেসর্বা হতে চান, “একাদশ নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান। নিয়ম অনুযায়ী দল নির্বাচনে নির্বাচকরাই সবকিছু। তবে আমি চাই এখন এই নিয়ম থেকে সরে আসা উচিত শ্রীলংকার।”