• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত

    পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত    

    ক’দিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল কথাগুলো, আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের জন্যে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে গত বছরের মত খর্বশক্তির দল পাঠাবে ভারত। এমনকি যুবরাজ, শেবাগদের মত ক্রিকেট ক্যারিয়ারের শেষ লগ্নে থাকা কিছু সাবেক খেলোয়াড়ের বিদায়ের উপলক্ষে পরিণত হবার কথাও শোনা যাচ্ছিল। তবে স্কোয়াড ঘোষণার ঠিক আগে আগে মিলিয়ে যেতে শুরু করেছে সেসব আশঙ্কা, সব কিছু ঠিক থাকলে টেস্টের জন্য পূর্ণ শক্তির দলই কাল ঘোষণা করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

     

     

    প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিলের কাছে অল্প কিছু খেলোয়াড় বিশ্রাম অবশ্য চেয়েছিলেন, তবে বাংলাদেশ দলের সাম্প্রতিক অবস্থার কথা বিবেচনা করে পাতিলের নির্বাচক কমিটি সে পথ মাড়াচ্ছে না বলে জানা গেছে। গত ডিসেম্বরে মহেন্দ্র সিং ধোনির টেস্ট থেকে অবসর নেয়ার পর কোহলিই এখন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক, বাংলাদেশের বিপক্ষেও একই ভুমিকায় দেখা যাবে তাঁকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ভারতের সর্বশেষ টেস্ট দলটার প্রায় সবাইকেই হয়তো দলে পেতে যাচ্ছেন কোহলি।

     

    চোটের কারণে পেসার মোহাম্মদ শামি আর টেস্ট ফর্মের দরুণ সুরেশ রায়না ও কার্ন শর্মাকে নিয়ে প্রশ্ন রয়েছে, তবে বাকিরা সবাই স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। এ সিরিজকে সামনে রেখে আগামী ২৯ মে থেকে ব্যাট-বলের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল, তাঁর আগে ২০ ও ২১ মে হবে ফিটনেস ট্রেনিং। ছবি-সৌজন্যঃবিসিবি