• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    টাইগারদের সমীহ করে স্কোয়াড ঘোষণা ভারতের

    টাইগারদের সমীহ করে স্কোয়াড ঘোষণা ভারতের    

    কালই জানা গিয়েছিল বাংলাদেশ সফরের জন্যে শক্তিশালী দলই পাঠাতে যাচ্ছে ভারত, আজ নিশ্চিত হল সেটা। একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজের জন্যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটো স্কোয়াডই ভারতের সম্ভাব্য সেরা, নতুন মুখ নেই একটিও। একমাত্র চমক বলা যায় অনেক দিন পর হরভজন সিংয়ের টেস্ট দলে প্রত্যাবর্তন।

     

     

    বেশ কিছুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল কথাগুলো, আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজের জন্যে তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে গত বছরের মত খর্বশক্তির দল পাঠাবে ভারত। প্রধান নির্বাচক সন্দ্বীপ পাতিলের কাছে অল্প কিছু খেলোয়াড় বিশ্রাম চেয়েছিলেনও, তবে বাংলাদেশ দলের সাম্প্রতিক অবস্থার কথা বিবেচনা করে সে পথ মাড়ায়নি পাতিলের নির্বাচক কমিটি। ওয়ানডে দলকে যথারীতি নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি, ধোনি উত্তর টেস্ট দলের ভার থাকছে ভিরাট কোহলির উপর।

     

    আগামী ১০ জুন ফতুল্লায় টেস্ট দিয়ে শুরু হচ্ছে সিরিজ, ওয়ানডে শুরু ১৮ তারিখ থেকে। ২৯ মে থেকে ব্যাট-বলের অনুশীলন শুরু করবে টাইগাররা, তাঁর আগে ২০ ও ২১ মে হবে ফিটনেস ট্রেনিং।

     

    ভারতের টেস্ট স্কোয়াডঃ

     

    ভিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন অশ্বিন, হরভজন সিং, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অরুণ, ইশান্ত শর্মা।

     

    ভারতের ওয়ানডে স্কোয়াডঃ

     

    মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ড়ু, রবিচন্দন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।

     

    ছবি-সৌজন্যঃ গেটিইমেজেস