• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জাদুটোনার কারণেই এভারটন ছেড়েছিলেন লুকাকু!

    জাদুটোনার কারণেই এভারটন ছেড়েছিলেন লুকাকু!    

    গত মার্চে তাঁর এজেন্ট বলেছিলেন, এভারটনের সাথে চুক্তি নবায়নের প্রক্রিয়া '৯৯ শতাংশ' শেষ। রোমেলু লুকাকু এভারটনেই থাকছে, সেটা তখন মোটামুটি সবাই ধরেই নিয়েছিলেন। তবে বছরের মাঝামাঝি সময়ে এসে কী যেন একটা হলো, তাড়াহুড়ো করেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন এই বেলজিয়াম ফরোয়ার্ড। এভারটনের মালিক ফরহাদ মসিরি বলছেন, জাদুটোনার কারণেই মন পাল্টেছে লুকাকুর!

     

     

     

    মসিরির ধারণা, লুকাকুর মা আফ্রিকা থেকে ‘ভুডু’ করিয়ে ছেলেকে ক্লাবছাড়া করিয়েছেন, “তাঁকে ধরে রাখার জন্য দুই মাস নষ্ট করেছি আমি। তাঁর এজেন্ট ও মায়ের সাথেও বারবার কথা বলেছি। সে হুট করেই চেলসিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমরা তাঁকে অনেক ভালো প্রস্তাব দিয়েছিলাম এভারটনে থেকে যাওয়ার জন্য। একদিন হঠাৎ করেই তাঁর এজেন্ট আমাদের জানাল যে, আর কিছুতেই এই ক্লাবে থাকবেন না। আমি নিশ্চিত লুকাকুর মা আফ্রিকার ভুডু জাতীয় জাদুটোনা করেই এরকম করতে বাধ্য করেছে। লুকাকুর মাথা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল।”

     

    শেষ পর্যন্ত চেলসিতে না গিয়ে লুকাকু এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৬ গোল করে সময়টা খারাপ যাচ্ছে না।