• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    বাংলাদেশ-ভারত সিরিজে ডিআরএস থাকছে না

    বাংলাদেশ-ভারত সিরিজে ডিআরএস থাকছে না    

    ১০ জুন থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজে থাকছে না ডি আর এস (ডিসিশন রিভিউ সিস্টেম)। আজ ৩০ মে, শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

     

    ৭ জুন এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ।

     

    সাধারণত দ্বি-পাক্ষিক সিরিজের ক্ষেত্রে দুই বোর্ডের সম্মতিতে আম্পায়ারের সিদ্ধান্ত পরিচালনা পদ্ধতি বা ডিআরএস ব্যবহার করা হয়। কোনো একটি বোর্ড আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহার করতে রাজি না হলে ডিআরএস ব্যবহার করা হয় না। ডিআরএস শুরু হবার পর থেকেই ভারতীয় বোর্ড এই পদ্ধতির সমালোচনা করে আসছে এবং কোনো দ্বি-পাক্ষিক সিরিজে তারা এই ডি আর এস ব্যবহারে রাজি হয়নি তারা।

     

    উল্লেখ্য, গত ১৯ মার্চ বাংলাদেশ-ভারতের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইন্যালে মাঠের আম্পায়ার এবং ডি আর এস পদ্ধতিতে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছিলো।