• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    মুমিনুলের ইতিহাস

    মুমিনুলের ইতিহাস    

    ওয়ারেন বার্ডসলি থেকে শাই হোপ। ১৯০৯ থেকে ২০১৭। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির ঘটনা মোটেও নতুন নয়। তবে কোনও বাংলাদেশী ব্যাটসম্যানের এই কীর্তি ছিল না আজ পর্যন্ত। মুমিনুল হক সেটা করলেন। নিজের প্রিয় ভেন্যু চট্টগ্রামেই প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। প্রায় তিন বছর পর সেঞ্চুরি পেয়েছিলেন প্রথম ইনিংসে। আরেকটি পেতে মুমিনুলের সময় লাগলো মোটে ৩ দিন। 

    শুধু দুই ইনিংসে সেঞ্চুরি নয়, এ কীর্তির আগেই এক টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের রেকর্ডও ভেঙেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল তামিম ইকবালের, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ১ম ইনিংসে ২৫ রানের পর ২য় ইনিংসে ২০৬ রান মিলিয়ে ২৩১ রান করেছিলেন তিনি। 

    একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি প্রথম করেছিলেন অস্ট্রেলিয়ার ডগ ওয়াল্টার্স। এরপর সে কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো ও ব্রায়ান লারা, ভারতের সুনীল গাভাস্কার ও অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল। একই টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির প্রথম কীর্তি ইংল্যান্ডের গ্রাহাম গুচের। এরপর সেটা করেছেন কুমার সাঙ্গাকারা, বাংলাদেশের সঙ্গেই, চট্টগ্রামে।