• বাংলাদেশ-শ্রীলংকা
  • " />

     

    টি-টোয়েন্টিতে থেকেও থাকছেন না সাকিব

    টি-টোয়েন্টিতে থেকেও থাকছেন না সাকিব    

     

    ত্রিদেশীয় সিরিজের ফাইনালেই আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এরপর দুই টেস্টে দর্শক হয়ে থাকতে হয়েছে। টি-টোয়েন্টি দলের জন্য আবার দলে ডাক পেয়েছেন সাকিব আল হাসান। কিন্তু আজ নিজেই জানালেন, শ্রীলঙ্কার সঙ্গে দুই ম্যাচের সিরিজে খেলতে পারছেন না।

    দুদকের শুভেচ্ছাদূত হিসেবে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজ সকালে গিয়েছিলেন সাকিব। সেখানেই নিশ্চিত করেছেন, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না, ‘আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এসেছে কি না জানি না। তবে আমার সেরে উঠতে অন্তত আরও দুই সপ্তাহ সময় লাগবে। দুই সপ্তাহ বলতে এই সিরিজে হচ্ছে না।’

    সামনের মাসেই নিদাহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। সাকিব সেখানে খেলার ব্যাপারে আশাবাদী, ‘আশা করি দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে রিহ্যাব শুরু করতে পারব। সামনের মাসে আমাদের যে ত্রিদেশীয় সিরিজ আছে সেটাতে খেলতে পারব।’

    মাশরাফি বিন মুর্তজা গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়ক হয়েছিলেন সাকিব। দুই ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি। আরও এক দফা পিছিয়ে গেল টি-টোয়েন্টির অধিনায়কত্ব।