• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ২৬ বছর বয়সেই ফুটবলকে বিদায়!

    ২৬ বছর বয়সেই ফুটবলকে বিদায়!    

     

    বয়স মাত্র ২৬। ক্যারিয়ারের প্রায় পুরোটাই সামনে পড়ে ছিল। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছিল তিন বছর আগে। তবে ভাগ্য আর ইনজুরির কাছে হার মানতে বাধ্য হলেন হাল সিটি মিডফিল্ডার রায়ান ম্যাসন। গত বছর মাথায় আঘাত পাওয়া মেসন ফুটবলকে চিরতরে বিদায় জানিয়েছেন।

     

    ২০১৭ সালের জানুয়ারিতে চেলসির বিপক্ষে শেষবার খেলতে নেমেছিলেন মেসন। সেই ম্যাচে গ্যারি ক্যাহিলের সাথে ভয়াবহ এক সংঘর্ষে মাথায় আঘাত পান তিনি। প্রায় ৭ মিনিট প্রাথমিক চিকিৎসার সময় তাকে অক্সিজেনও দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর জানানো হয়, তিনি যে বেঁচে আছেন এটাই অবিশ্বাস্য ব্যাপার!

     

    এক বছর ধরে খেলায় ফেরার চেষ্টায় ছিলেন। শেষ পর্যন্ত আর ফেরা হলো না। ভবিষ্যতে সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য ফুটবলকে বিদায় বলতেই হতো সাবেক টটেনহাম খেলোয়াড়কে।

     

    তার এই অবসরের ঘোষণায় দুঃখ প্রকাশ করেছেন গ্যারি কেহিল, গ্যারি লিনেকারসহ অনেকেই। হাল সিটি কোচ লিওনিড স্লাটস্কি বলছেন, ফুটবলের নয়, জীবনটাই আগে, ‘ব্যাপারটা শুধু ফুটবল খেলা নিয়ে নয়, এটা তার পুরো জীবনের ব্যাপার। গত ১২ মাসে সে যে কষ্ট করেছে সেটা আমরা সবাই জানি।’