• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    বাংলাদেশ দলে শনির দশা!

    বাংলাদেশ দলে শনির দশা!    

    দুর্ভাগ্য যেন একের পর এক তাড়া করে চলেছে বাংলাদেশকে। আজ সকালে মিরপুর স্টেডিয়ামে যাওয়ার সময় আহত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।  আশার কথা, সেটা গুরুতর নয়। তবে ঘণ্টাখানেক পর তার চেয়েও বড় আঘাত পেয়েছে বাংলাদেশ। আঙুলে চোট পেয়ে শেষ হয়ে গেছে মাহমুদউল্লাহর ভারত সিরিজে খেলার আশা। মাহমুদউল্লাহর জায়গায় দলে ডাক পেয়েছেন নাসির হোসেন।

     

     

    মাশরাফির দুর্ঘটনা অনুশীলনের জন্য বিসিবিতে যাওয়ার সময়। স্টেডিয়ামের কাছাকাছি একটা বাস এসে ধাক্কা দেয় মাশরাফির রিকশায়। বাংলাদেশ অধিনায়ক অবশ্য তার আগেই লাফ দিয়ে নেমে পড়েছিলেন, বড় কোনো ক্ষতি হয়নি তার। হাতের তালুতে চোট পেয়েছেন, আর হাঁটুর চামড়া ছড়ে গেছে। দুই তিন দিনের মধ্যেই পুরোপুরি সেরে ওঠার কথা তাঁর।

     

     

     

    সে তুলনায় মাহমুদউল্লাহর চোট বাংলাদেশের জন্য বড় আঘাত হয়ে এসেছে। স্লিপে ক্যাচ অনুশীলন করতে গিয়ে চোট পান বাঁ হাতের তর্জনীতে। পরে এক্সরে রিপোর্টে ধরা পড়েছে, আঙুলের হাড়ে চির ধরেছে। তিন থেকে চার সপ্তাহ এখন মাঠের বাইরে থাকতে হবে। তার মানে ভারতের সঙ্গে টেস্ট তো বটেই, ওয়ানডেতেও খেলা হচ্ছে না। মাহমুদউল্লাহর জায়গায় দলে ডাক পেয়েছেন নাসির।

     

     

     

    এর আগে আঙুলে চোট পেয়েছেন মুশফিকও। সিরিজে মুশি-র কিপিং করাটাও অনিশ্চিত অনেকটা। হঠাৎ করেই যেন বাংলাদেশ দলের উপর ভর করেছে শনির দশা।