• লা লিগা
  • " />

     

    'শিরোপার আশা ছাড়বে না রিয়াল'

    'শিরোপার আশা ছাড়বে না রিয়াল'    

    এই লেগানেসের কাছে হেরেই কোপা ডেল রে থেকে ছিটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গত রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলের জয় দিয়ে ‘প্রতিশোধটা’ নিয়েই নিল সার্জিও রামোসরা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনও ১৪ পয়েন্ট পিছিয়ে দল, অনেকের মতে শিরোপা দৌড় থেকে আগেই ছিটকে গেছে রিয়াল। তবে রামোস অবশ্য এখনই শিরোপার আশা ছাড়ছেন না।

    শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপার জন্য খেলে যাবে রিয়াল, জানালেন রামোস, ‘এরকম জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। আগের খারাপ ফলাফলের পড়েও আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।  ধাপে ধাপে এগোনর চিন্তা করতে হবে। আমাদের শিরোপা জেতাটা কঠিন হলেও হাল ছাড়ছি না। বার্সেলোনার সাথে ব্যবধানটা যতটা সম্ভব কমানোর চেষ্টা থাকবে।’

     

     

    রিয়ালের হয়ে ৫৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন, গোলও পেয়েছেন। রামোসের কাছে অবশ্য ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়টাই গুরুত্বপূর্ণ, ‘লিগের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, যেখানে জয় ছাড়া আর কিছু ভাবার উপায় নেই। রোনালদো, বেল অথবা আমি, কে গোল পেল সেটা বড় বিষয় না। দল জিতেছে এটাই আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সামনেও এটা ধরে রাখতে চাই।’