"মত" বদলালেন সুজন

সকালে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ দলের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর। কিন্তু এর একটু পরেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন খালেদ মাহমুদ সুজন। সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ভারত সিরিজের জন্য বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ।
বিশ্বকাপের সময় ক্যাসিনোতে গিয়ে প্রচারমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন সাবেক এই বাংলাদেশ অলরাউন্ডার। দলের ভেতরে-বাইরে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল সে সময়। ভারত সিরিজের আগে জানা যায়, বোর্ডের কাছ থেকে যে ম্যানেজার হিসেবে যে টাকা পাওনা, তার চেয়ে বেশি অর্থ নিচ্ছেন। এখন পর্যন্ত বোর্ডের কোনো ম্যানেজারের মাসিক বেতন ১ লাখের বেশি না হলেও সুজন পেয়েছেন ৩ লাখেরও বেশি। আর বিশ্বকাপের সময় প্রতিদিন ভাতা হিসেবেই পেয়েছেন ১৪ হাজার টাকা করে।
কাল বিসিবিকে দেওয়া এক চিঠিতে সুজন জানিয়েছেন, "পারিবারিক" কারণে ম্যানেজারের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আবার দুপুরেই জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে আরও এক সিরিজ থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এক দিনের মধ্যে কীভাবে "পারিবারিক" কারণটা নিষ্পত্তি হলো, সেটা পরিষ্কার করে বলেননি।