• বাংলাদেশ-ভারত সিরিজ ২০১৫
  • " />

     

    ফতুল্লায় অপেক্ষা করছে "চমক"

    ফতুল্লায় অপেক্ষা করছে "চমক"    

    টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় থাকে দুইটি ব্যাপার- উইকেট আর প্রথম একাদশ। ফতুল্লার টেস্টের আগে দ্বিতীয়টি ছাপিয়ে আলোচনায় প্রথমটিই। বাংলাদেশের স্কোয়াড কী হবে, সেটা নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি কথা হচ্ছে এখন উইকেট নিয়েই। উইকেটে ঘাস দেখে যে চমকে গেছেন কোচ হাথুরুসিংহে ও মুশফিক।

     

    ব্যাপারটা কিছুটা অদ্ভুতই। উইকেটের ওপর আসলে কোনো ঘাসের আস্তরণ নেই। বরং ২২ গজের পিচের বেশ কিছু অংশে কাটা ঘাস ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গরমে যেন উইকেট না ভাঙ্গে সেজন্যই এটা করা হয়েছে। কিন্তু কোচ হাথুরুসিংহে পর্যন্ত দ্বিধায় আছেন এই উইকেটের আচরণ নিয়ে, "আমি উইকেট দেখে একটু বিস্মিত হয়েছি। উইকেট দেখে শুধু বলতে পারছি, এটা পেসারদের স্বর্গ হবে না। এমন উইকেট আসলে জীবনেও দেখিনি।"

     

     

    অধিনায়ক মুশফিকও বলছেন, এই উইকেট থেকে পেসারদের সাহায্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। "আপাতত যা মনে হচ্ছে, প্রথম ২ দিন ব্যাটিং-সহায়ক হবে উইকেট। স্পিন তো প্রথম দিন থেকেই কার্যকরী হবে, পরে আরও বেশি হবে। আমার ধারণা ম্যাচটা হবে স্পিনার আর ব্যাটসম্যানদের।"

     

    সাম্প্রতিক সময়টাও ফতুল্লার উইকেট সম্পর্কে কোনো ধারণা দিতে পারছে না। সর্বশেষ এখানে টেস্ট হয়েছিলো ২০০৬ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে, প্রায় নয় বছর আগে। সেই উইকেটে বোলারদের জন্য তেমন একটা কিছু ছিল না। এই উইকেটে কতটুকু থাকবে সেটা অবশ্য মুশকিল। তবে দুই দলই তাদের স্পিনারদের সবচেয়ে ভালোভাবেই কাজে লাগাতে চাইবে। বাংলাদেশ দলে তাইজুলের সঙ্গে জুবায়েরের থাকার কথা। আর সাকিব তো আছেনই। ভারতেও অশ্বিনের সঙ্গে হরভজনের খেলার কথা। আরেক স্পিনার কর্ন শর্মাকে অবশ্য বসে থাকতে হতে পারে।

     

    আঙুলের ব্যথায় মুশফিক কিপিং করতে পারবেন না সেটা আগেই জানা গিয়েছিল। তাই উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের অভিষেক একরকম নিশ্চিত। মাহমুদউল্লাহ নেই, তাই মুশফিক-সাকিব উঠে আসবেন ব্যাটিং অর্ডারের চার-পাঁচে। ছয়ে নামতে পারেন লিটন,  সাতে সৌম্যর নামার কথা। চারজন বোলার খেলানো হলে আট থেকে এগার পর্যন্ত তাইজুল, জুবায়েরের সঙ্গে হয়তো খেলবেন রুবেল- শহীদ। তবে শেষ পর্যন্ত দল কী হবে, সেটা জানা যাবে কাল সকালেই।